ম্যাক্স সিক্সটি টি-টেন লিগে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে মায়ামি ব্লেজ দল।
ক্যারিবিয়ান এই টি-টেন টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে আজ। আসরটির ফাইনাল আগামী ২৩ জুলাই। গতকাল রাত পর্যন্ত গ্লোবাল সুপার লিগে খেলেছেন সাকিব। গতকালের পরই দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে খেলেছেন সাকিব।
এই ম্যাচে সাকিবের পারফরম্যান্সে একটি ম্যাচ জিতেছে দুবাই। সেটিই দলটির একমাত্র জয়। এই আসরে প্রথম ম্যাচে সাকিব সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন।
সেই ম্যাচে বল হাতে নেন ১৩ রান খরচায় চার উইকেট। পরের ম্যাচে ব্যাট হাতে সাত রান করেন তিনি। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৩৪ রান খরচায় উইকেটশুন্য ছিলেন তিনি।
এরপরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে মাত্র চার রান করেন সাকিব, বল হাতে বিনা উইকেটে ২১ রান খরচ করেন তিনি। আর শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে ১৬ রান খরচায় এক উইকেট নিলেও ব্যাট হাতে করেন তিন রান।
ইউটি/টিএ