মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন 'পঞ্চায়েত' সিরিজ খ্যাত জনপ্রিয় অভিনেতা আসিফ খান। হঠাৎ করেই শুরু হয়েছিল বুকে প্রচণ্ড ব্যথা। মুহূর্তের মধ্যেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে চিকিৎসকেরা ধারণা করেছিলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন আসিফ। কিন্তু পরীক্ষার পর জানা যায়, বিষয়টি ছিল একেবারে ভিন্ন।
আসিফ নিজেই জানালেন, “আমি হার্ট অ্যাটাকের শিকার হইনি। আমার রোগের নাম গ্যাস্ট্রোইসোফেজিল রিফ্লাক্স ডিজিজ। তবে সেই সময়কার উপসর্গ ছিল একেবারে হার্ট অ্যাটাকের মতোই।”
রাজস্থান থেকে মুম্বই পর্যন্ত টানা গাড়ি চালিয়ে আসার পর সন্ধ্যার দিকে বুকে ব্যথা শুরু হয় অভিনেতার। একপর্যায়ে বাথরুমে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার পর ধরা পড়ে সমস্যার আসল কারণ।
চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে। বিশেষ করে খাওয়াদাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জরুরি। আমিষ খাবার কমাতে বলা হয়েছে তাঁকে, পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করার পরামর্শও দেওয়া হয়েছে।
এত বড় ধাক্কার পরও কাজ থেকে দূরে থাকতে নারাজ এই অভিনেতা। হাসপাতাল থেকে ফিরে আসিফ জানালেন, “কাজ থেমে থাকবে না। আমি ফিরেছি, এবং কাজ আগের মতোই এগোবে।”
অসুস্থতার সময় ফোন থেকে দূরে ছিলেন আসিফ। তবে সমাজমাধ্যমে ফিরে এসে আবেগাপ্লুত অভিনেতা লেখেন, “ফোন থেকে কিছুদিন দূরে ছিলাম, ভালোই লেগেছে। অনেকে আমার খোঁজ নিয়েছেন, বার্তা দিয়েছেন। এত ভালোবাসা পাব ভাবিনি। সবাইকে উত্তর দিতে মাস খানেক লেগে যাবে।”
একটি ওয়েব সিরিজের চরিত্র থেকে যে অভিনেতা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাঁর এই সঙ্কট মুহূর্তও প্রমাণ করে দিল— জীবনের মঞ্চেও তিনি একজন দৃঢ় যোদ্ধা।
এসএন