বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে লরেন ড্রেয়ারের প্রশংসা

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

লরেন ড্রেয়ার বলেন, আমরা ১৫০টি দেশ এবং অঞ্চলে কাজ করি। আমরা কখনও এতো দক্ষতা এবং সিদ্ধান্তমূলক মনোভাব দেখিনি। স্পেসএক্সে আমার সব সহকর্মীর পক্ষ থেকে, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

প্রধান উপদেষ্টা ড্রেয়ারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, এটা বর্ষাকাল। চারদিকে সবুজ আর জল। একই সঙ্গে আমরা বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করি। এ সময়ে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে সংযোগ ব্যবস্থার ঘাটতি আছে। এসব অঞ্চলে যথেষ্ট স্কুল, শিক্ষক বা চিকিৎসক নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।

মুহাম্মদ ইউনূস বলেন, গর্ভাবস্থার সময় অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষদের সহায়তা নিতে হয়। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

বিদেশে থাকা বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবার সুফল পাবে। অনেকে ভাষাগত সমস্যার কারণে বিদেশি চিকিৎসকের শরণাপন্ন হতে সংকোচ বোধ করেন। এখন তারা দেশের চিকিৎসকদের সঙ্গেই অনলাইনে পরামর্শ করতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, তবে আপনি চাইলে এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।

অধ্যাপক ইউনূসের বক্তব্যের প্রশংসা করে স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, আপনি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা অন্য নেতাদের সঙ্গেও শেয়ার করা উচিত। অধ্যাপক ইউনূস যদি নিজের দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন।

তিনি আরও বলেন, জনসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে আপনার উদ্যোগগুলো প্রশংসনীয়। আমি বিশ্বের নানা প্রান্তে ঘুরি, জানি দুর্নীতি কত বড় সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থা উন্নত করার যে ভাবনা আপনি উপস্থাপন করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
বিশেষ ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি জানাল রেলপথ মন্ত্রণালয় Jul 18, 2025
শ্রমিক যখন আন্দোলন করে তখন বলে ষড়যন্ত্র : সাইফুল হক Jul 18, 2025
img
পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর Jul 18, 2025
img
কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার, এনসিপির পদযাত্রা আগামীকাল Jul 18, 2025
নামাজে কাতার সোজা করার রহস্য কী? Jul 18, 2025
যে দুটি আমল আপনার রিজিক বদলে দেবে | ইসলামিক টিপস Jul 18, 2025
চারে খেলার জন্য প্রস্তুত ছিলাম না, টিমের অবস্থা ভালো আছে ; নাঈম শেখ Jul 18, 2025
img
অভিনয়ের সঙ্গে এবার প্রযোজনাও Jul 18, 2025
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন Jul 18, 2025
এসএসসির ফলাফলে দেখা গেছে নজিরবিহীন ভুলের রেকর্ড Jul 18, 2025
সমাবেশ ঘিরে স্পেশাল ট্রেন রিজার্ভ জামায়াতের, রেলওয়ের আয় অর্ধকোটি টাকা Jul 18, 2025
img
কাপ্তাই হ্রদের উন্নয়ন নিয়ে দুই উপদেষ্টার আলোচনা Jul 18, 2025
img
২০২৮ অলিম্পিক ক্রিকেটে কে খেলবে? সিদ্ধান্ত নেবে আইসিসির ওয়ার্কিং গ্রুপ Jul 18, 2025
img
পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়; কেউ বোঝে না : সালাহউদ্দিন Jul 18, 2025
img
অন্যান্য দেশের নির্বাচনে মন্তব্য না করার পরামর্শ ট্রাম্পের Jul 18, 2025
img
ক্রিকেট থেকে রাগবিতে, অধিনায়ক হয়ে ইতিহাস গড়লেন অলিভিয়ের Jul 18, 2025
img
সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস Jul 18, 2025
‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত ট্রাম্প Jul 18, 2025
img
ঐক্য বিনষ্ট হলে কী হয় তার আলামত পাওয়া যাচ্ছে : ডা. জাহিদ Jul 18, 2025
img
তিনটি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার Jul 18, 2025