কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কোনোরকম মেকআপ ছাড়াই হুটহাট নিজেদের মেলে ধরছেন দেশের তারকারা। অর্থাৎ, নিজেদের এই ‘নো মেকআপ লুক’ দেখাতে যেন কোনো রাখঢাকই নেই তাদের। সম্প্রতি অভিনেত্রী বাঁধনের একটি নো মেকআপ লুক ভাইরাল হয়। যা ভক্তমহলে বেশ আলোচনা ও প্রশংসা কুড়ায়। তবে শুধু বাঁধনই নয়, একই ধারায় পা বাড়িয়েছেন অভিনেত্রী রুনা খান, আশনা হক ভাবনা, মেহের আফরোজ শাওনসহ আরও অনেকে।
বলা বাহুল্য, এখনকার মেকআপ, ফিল্টারের যুগে ‘নো মেকআপ লুক’ এ নিজেকে প্রকাশ করাকে সাহসিকতা বলেই আখ্যায়িত করছেন তাদের ভক্ত-নেটিজেনরা। এছাড়াও এক ধরনের আত্মবিশ্বাসের পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে; যা অনেকের জন্য অনুপ্রেরণাও হতে পারে।
সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে আজমেরী হক বাঁধন। সম্প্রতি নিজের একটি নো মেকআপ লুকের ছবি প্রকাশ করে বেশ আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পোস্টে ছবিটি প্রকাশ করেন বাঁধন। দেখা যায়, মেকআপ এর ছিটেফোঁটাও নেই। মুখের দাগগুলোও স্পষ্ট। চোখে মুখে খানিক কালশিটে, তৈলাক্ত অবস্থা! আদতে, এতদিন বাঁধনকে যেমনটা দেখে এসেছে তার ভক্তরা, তার সঙ্গে খানিকটা অমিল রয়েছে।
তবে এতেও তার রূপের প্রশংসায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি; বরং ভক্তরা দিয়েছেন আরও অনুপ্রেরণা। কারণ, এদিন তিনি চেহারা দিয়ে নয়, বরং তার মানসিক শক্তি, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস নিয়ে নিজের রূপ দেখিয়েছেন অভিনেত্রী।
সেই ছবির পোস্টে বাঁধন উল্লেখ করেছিলেন, আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই। আমি স্বাভাবিকভাবেই একজন আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি - এবং তার জন্য আমি সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু জীবনে যে জিনিসটি সবচেয়ে বড় অর্জন করেছি, তা কোনো খ্যাতি বা সাফল্য নয় - বরং নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা। সেটাই আমার আসল সম্পদ।
এরপর সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘নো মেকআপ লুক’এ দেখা মিলল আরও এক অভিনেত্রীকে। দেশের শোবিজ অঙ্গনে অন্যতম আলোচিত এই তারকাকে অবশ্য প্রায়ই নো মেকআপ লুকে দেখা যায়। তবে ভক্তদের কাছে তিনি বেশি প্রশংসনীয় তার সাহসিকতা দিয়েই!
বলা হচ্ছে অভিনেত্রী আশনা হক ভাবনার কথা। সামাজিক মাধ্যমে চোখ মেললেই দেখা মেলে তার খোলামেলা অবতার; যা নিয়ে মাঝে মাঝেই আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী। এদিকে সদ্যই ফের নো মেকআপ লুকে ধরা দিলেন তিনি। সেই ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’ তার এই স্বচ্ছ ও খোলামেলা ভাবমূর্তিকে ভক্তরা অনুরাগভরে গ্রহণ করেছেন এবং প্রশংসা করেছেন।
এদিকে আবার ‘নো মেকআপ লুক’এর ট্রেন্ডের স্রোতে একরকম গা ভাসাতে দেখা গেল সোনার কন্যা খ্যাত অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। শুক্রবার সন্ধ্যায় একটি ছবি প্রকাশ করেছেন তিনি। দেখা যায়, ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্টারে তোলা; একদম নো মেকআপ লুকের অবস্থায়। চোখ-মুখে কালশিটে খানিকটা, রয়েছে উশকো চুল।
যদিও নেটিজেনদের অনুমান, ক্যামেরার ফিল্টারেরে কারণেই রূপের এই হাল হয়েছে অভিনেত্রীর! তবে সে নিয়েও রাখঢাক রাখেননি অভিনেত্রী। ক্যাপশনে জানিয়ে দিয়েছেন, ‘যেরকম সত্যিকারের আমি।’ হ্যাশট্যাগে লিখেছেন, রিয়েল মি, নো মেকআপ, নো ফিল্টার। যদিও মন্তব্য ঘরে এক নেটিজেনের জবাবে শাওন উত্তর দিয়েছেন, ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই তোলা। তবে মন্তব্যঘরে শাওনের সৌন্দর্যের প্রশংসা করতে ও সাহসের তারিফ করতে ভোলেননি তার ভক্তরা। শাওনের সঙ্গে একমত হয়ে তারাও।
তবে বাঁধন, কিংবা ভাবনাই নয়; দেশের শোবিজ অঙ্গনে আরও বহু তারকা আছেন, যারা মাঝে মাঝে নিজেদের নো মেকআপ লুকে ধরা দেন। যেমন মাস কয়েক আগে নিউইয়র্কের ম্যানহটন থেকে নিজেকে ঘরোয়া রূপে, খানিকটা খোলামেলা হয়েই মেলে ধরেন অভিনেত্রী রুনা খান। এতে ভক্তদের কাছে সাহসী তকমা পেয়েও যান অভিনেত্রী। বলা বাহুল্য, সামাজিক মাধ্যমে চোখ রাখলেই হামেশাই দেখা মিলবে এমন তারকাদের।
টিকে/