নাশকতার অভিযোগে জামালপুর জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া আফরিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, নাশকতার অভিযোগে তানিয়া আফরিনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পাথালিয়ার স্থানীয় আবাহনী নামে একজন বাসিন্দা জানান, তানিয়ার বাড়ি পাথালিয়ায় নয়। এটা তার স্বামীর নানাবাড়ি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মো. আতিক বলেন, তানিয়া আফরিনকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এফপি/টিএ