মাঠের পারফরম্যান্সে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ক্রমেই পিছিয়ে পড়ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিব্রতকর এক রেকর্ডে অন্য ক্লাবগুলোকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এসেছে রেড ডেভিলরা!
সমর্থক গ্রেফতারে যে সবাইকে পেছনে ফেলেছে ম্যানচেস্টারের লাল জার্সিধারীরা। ২০২৪-২৫ মৌসুমে ফুটবলসংশ্লিষ্ট অপরাধে ইংল্যান্ড ও ওয়েলসে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে রেড ডেভিল সমর্থক।
গত পরশু যুক্তরাজ্যের স্বরাষ্ট্র অফিসের প্রকাশ করা তালিকা অনুযায়ী, এ সময়ে গ্রেপ্তার হয়েছে মোট ১২১ জন ম্যানইউ সমর্থক।
এই গ্রেফতারের ৪৯ শতাংশ ঘটেছে ম্যানইউর হোম ম্যাচে। আগের তিন মৌসুমে গ্রেফতারের এই তালিকায় শীর্ষে ছিল ওয়েস্ট হাম। এবার তারা নেমে গেছে ৩ নম্বরে (৭৭ জন)। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির সমর্থক গ্রেফতার হয়েছে মোট ৯৪ জন।
এ সময়ে ফুটবলসংশ্লিষ্ট অপরাধে দেশটিতে মোট গ্রেফতার হয় এক হাজার ৯৩২ জন এবং নতুন করে নিষিদ্ধ হয় ৬৮৫ জন। অবশ্য আগের মৌসুমের তুলনায় সমর্থকদের গ্রেফতারের হার কমেছে ১১ শতাংশ।