ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেফতার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় সরব হচ্ছিল দেশটির গণমাধ্যম। এমনকি দু'দিন আগেই কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৮ জুলাই) রাজ্যের দুর্গাপুরে এদিন এক সভায় ভাষণ দেন মোদি। সাফ জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে তা অব্যাহত থাকবে।
রাজ্যের আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদি। তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, যে ভারতের নাগরিক নয়, যে অন্যায়ভাবে এই দেশে প্রবেশ করেছে। তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
মোদি এদিন বিহারে নির্বাচনীসভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান। সেখানে তিনি পাইপলাইনে গ্যাস সরবরাহ, সড়ক সেতুসহ প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরও পড়ুন: ভারতের পাঠ্যবইয়ে বর্ণনা / সম্রাট বাবর ছিলেন ‘নির্দয়’, আকবর ‘নিষ্ঠুর’!
আগামী বছর পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন। সেই ভোটের আগেই নরেন্দ্র মোদির সভা দিয়ে বিজেপি ভোট প্রচার শুরু করল বলে মনে করছে রাজনৈতিক মহল।
কেএন/টিএ