জনপ্রিয় রিয়ালিটি শো ‘কন বানেগা ক্রোড়পতি’-তে আবারও সঞ্চালকের আসনে ফিরছেন অমিতাভ বচ্চন। এবারের ১৭তম সিজনেও বিগ বি-ই থাকছেন দর্শকের প্রিয় কুইজ মাস্টার হিসেবে। ২০০০ সালে শুরু হওয়া এই অনুষ্ঠান আজও সমান জনপ্রিয়, আর তার পেছনে অন্যতম বড় কারণ বচ্চনের স্বভাবসুলভ ব্যক্তিত্ব ও অনবদ্য সঞ্চালনা।
ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রোমো। সামাজিক মাধ্যমে তারই ঝলক দেখে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগীরা। যারা এই শো- এর নিয়মিত দর্শক, তারা রয়েছেন অধীর অপেক্ষায়। শোনা যাচ্ছে, আগামী ১১ আগস্ট থেকেই শুরু হবে ‘কন বানেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এর সম্প্রচার।
তবে এবার শো-এর সবচেয়ে চর্চিত বিষয় হলো, এবার নাকি সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ বচ্চন। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, প্রতি পর্বে নাকি ৫ কোটি রুপি করে নেবেন অমিতাভ। সপ্তাহে পাঁচদিন সম্প্রচার হলে, সপ্তাহপ্রতি তার আয় দাঁড়াচ্ছে ২৫ কোটি রুপি।
তবে এটি নিছকই গুঞ্জন মাত্র। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কোনো তথ্য সরাসরি নিশ্চিত করা হয়নি। তবে এই খবর যদি সত্য হয়, তাহলে অমিতাভই হবেন ভারতের টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালক।
কেএন/টিএ