সিনেমার পর্দায় ঝুঁকিপূর্ণ দৃশ্য আমাদের রোমাঞ্চিত করলেও, সেই রোমাঞ্চের পেছনে যারা জীবন বাজি রাখেন, তাদের গল্প খুব কমই আলোচনায় আসে। সম্প্রতি তামিলনাড়ুর একটি শুটিং সেটে ৫২ বছর বয়সী স্টান্টম্যান এসএম রাজুর মর্মান্তিক মৃত্যু সেই চিত্রকেই আরও স্পষ্ট করে তুলেছে। ‘পা রঞ্জিত’-এর একটি ছবির শুটিং চলাকালে একটি বিপজ্জনক এসইউভি স্টান্ট করতে গিয়ে প্রাণ হারান রাজু। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই সেটি আলোচনার ঝড় তোলে, প্রশ্ন উঠে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বলিউড সুপারস্টার অক্ষয় কুমার একটি মানবিক এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে নিজের স্টান্ট নিজেই করে আসা অক্ষয় স্টান্ট পারফর্মারদের প্রতি তার দায়বদ্ধতার জায়গা থেকেই এবার ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানে ব্যক্তিগতভাবে বীমা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র বলিউড নয়, সারা দেশের স্টান্ট আর্টিস্টদের অন্তর্ভুক্ত করেছেন তিনি এই উদ্যোগে।
অক্ষয়ের এই উদ্যোগকে চলচ্চিত্র মহল ইতোমধ্যে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার চোখে দেখছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি অনুদান নয়, বরং এটি একটি বার্তা—স্টান্ট পারফর্মাররা যেন আর সিনেমার অবহেলিত সৈনিক না থাকেন। তাদেরও সম্মান, নিরাপত্তা ও স্বীকৃতি প্রাপ্য।
এসএম রাজুর মৃত্যু যেমন চলচ্চিত্র শিল্পে গভীর শোকের ছায়া ফেলেছে, তেমনি অক্ষয় কুমারের পদক্ষেপ সেই শোককে মানবিক দায়িত্বে রূপান্তর করার এক অনন্য দৃষ্টান্ত। যারা প্রতিদিন ঝুঁকি নিয়ে আমাদের বিনোদনের রসদ জোগান, এই বীমা তাদের জীবনে অন্তত কিছুটা হলেও নিরাপত্তার বোধ এনে দেবে।
কেএন/টিএ