সিনেমার আলো ঝলমলে দুনিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই হয়ে ওঠে জনমনে কৌতূহলের উৎস। বিশেষ করে যখন নতুন কোনও ছবি মুক্তির আগ মুহূর্তে প্রেম, বিয়ের গুঞ্জন ঘিরে ধোঁয়াশা ছড়ায়, তখন তা যেন আরও রঙ ছড়ায়। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলার ক্ষেত্রেও ঘটেছে ঠিক এমনটাই। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন হঠাৎ মাথাচাড়া দিল, আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় একটি বিয়ের সাজে তোলা ছবি। শুরু হয় গুজব- তবে কি গোপনে বিয়ে সেরে ফেললেন শ্রীলিলা?
সব জল্পনায় নিজেই ইতি টেনেছেন শ্রীলিলা। একেবারে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ভালোবাসা বা প্রেম এখন তার জীবনে নেই বললেই চলে। হেসে বললেন, “আমি প্রেমে পড়ব কীভাবে? আমার মা সবসময় আমার সঙ্গে থাকেন!” এমনকি সাম্প্রতিক মায়ামি ভ্রমণের সময়ও নাকি মায়ের সঙ্গ সেদিনও ছাড়েননি তিনি।
যে ছবিটি ঘিরে এত জল্পনা, সেটি আদতে ছিল এক সাধারণ জন্মদিন উদযাপন। শ্রীলিলার ব্যাখ্যা, “আমার ভাইরা আমাকে একটি ঝুড়িতে তুলে নিয়েছিল- ব্যস, ওইটুকুই! এর সঙ্গে বিয়ের কোনও সম্পর্ক নেই।”
এই মুহূর্তে তার মূল মনোযোগ কেবল অভিনয়জগতেই। আজই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘জুনিয়র’। সামনে রয়েছে বড় মাপের প্রজেক্ট ‘উস্তাদ ভাগৎ সিং’, যেখানে তিনি অভিনয় করছেন পাওয়ান কাল্যাণের বিপরীতে। তাই প্রেম নয়, ক্যারিয়ারই এখন তার ধ্যান-জ্ঞান। স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, “আগামী দশ বছর প্রেমের বিষয়ে আমার কোনও আগ্রহ নেই।”
এই সাফ জবাব যেন অনেক কল্পনার জট খুলে দিল, আবার এক অন্যরকম আত্মপ্রত্যয়ের গল্পও বলল- যেখানে একজন তরুণী অভিনেত্রী নিজের শর্তে পথ বেছে নিচ্ছেন, গুজব নয়, গন্তব্যের দিকে নজর রাখছেন।
কেএন/টিএ