অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন ভ্রমণ বিলাসিতায় ভরপুর। দেশ বিদেশ ঘোরার দারুণ মুহূর্ত শেয়ার করছেন ভক্তদের মাঝে। তিনি ল্যাভেন্ডার বাগানের কিছু নান্দনিক মুহূর্ত শেয়ার করে মুগ্ধতা ছড়িয়েছেন।
বেগুনী হাতখোলা পোশাকে নিজেকে সামনে আনলেন মেহজাবীন। কালো সানগ্লাস আর বড় হ্যাটে তাকে জমকালো লুকেই দেখা গেছে ল্যাভেন্ডার বাগানে। সেই মুহূর্ত অভিনেত্রী উৎসর্গ করেছেন সব মেয়েদের জন্য।
তিনি ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখানে স্থায়ীভাবে থেকে গেলেও অবাক হওয়ার কিছু নেই।’
এর আগে সুদূর ফ্রান্সে ভ্রমণ করতে গিয়ে প্রেম-ভালোবাসা অটুট রাখার স্থান প্যারিসের মন্টমার্ত্রে স্যাক্রে-ক্যো গির্জা পরিদর্শন করেছিলেন মেহজাবীন। শুধু তাই নয়, নিজেদের ভালোবাসা চিরস্থায়ী করতে সেখানে স্বামীর ভালোবাসা ‘তালাবন্ধ’ করেন অভিনেত্রী।
আজ শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক রিলস প্রকাশ করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, আকাশি ও কালো রংয়ের পোশাকে খোলা চুলে মেহজাবীন। হাতে তালা নিয়ে গির্জার সামনে থাকা লোহার বেষ্টনিতে একটি ছোট তালা ঝোলান। ওই তালাতে নিজের নামের সাথে ভালোবাসার প্রতীক দিয়ে লেখা স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের নাম।
স্থানীয়রা বিশ্বাস করেন, কোনো জুটি বা দম্পতি প্যারিসে ‘লাভ লক’ লাগানোর রীতি অনুযায়ী, নিজেদের নাম লেখা তালা বন্ধ করে এর চাবি সাইন নদীতে ফেলে দিলে তাদের ভালোবাসা অটুট ও স্থায়ী হয়।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক 'অপেক্ষার ফটোগ্রাফি' ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
পিএ/টিএ