সমসাময়িক সমাজ বাস্তবতা আর অপরাধজগতের জটিলতা যখন এক ফ্রেমে ধরা পড়ে, তখন সিনেমা কেবল বিনোদনের মাধ্যম থাকে না- তা হয়ে ওঠে এক সামাজিক প্রতিচ্ছবি। এমনই এক সাহসী প্রয়াস নিয়ে পর্দায় হাজির হয়েছেন পরিচালক শেখর কাম্মুলা। তার সর্বশেষ চলচ্চিত্র ‘কুবেরা’ ইতোমধ্যেই বক্স অফিসে ১০০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে, যা এই ধরনের গল্পের জন্য নিঃসন্দেহে এক বড় সাফল্য।
অভিনয়ে রয়েছেন ধানুশ, নাগার্জুনা এবং রশ্মিকা মন্দানার মতো তারকারা। তবে ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন জিম সার্ভ, যিনি দুর্ধর্ষ এক খল চরিত্রে ভয়াল ছাপ রেখে গেছেন। গল্পটি গড়ে উঠেছে এমন এক অপরাধচক্রকে ঘিরে, যেখানে ভিখারিদের ব্যবহার করা হচ্ছে বেনামি অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে, উদ্দেশ্য- কালো টাকা সাদা করা। বাস্তবতাকে কল্পনার মোড়কে এমনভাবে মেলে ধরা হয়েছে যে, দর্শক চমকে ওঠার পাশাপাশি ভাবতেও বাধ্য হয়েছেন।
যদিও নির্মাণশৈলীর দিক দিয়ে ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে গল্পের অনন্যতা আর সাহসিকতায় ছবিটি দর্শকমনে জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে ব্যবসায়িক সাফল্য প্রমাণ করেছে- ভিন্ন ধারার সিনেমারও বাজার আছে, যদি গল্পটি শক্তিশালী হয়।
সানিয়েল নারাং ও পুষ্কুর রাম মোহন রাওয়ের প্রযোজনায় নির্মিত এই ছবি শুরু থেকেই তামিল ও তেলেগু দুই ভাষায় শুট করা হয়েছিল, আর এখন ‘কুবেরা’ দেখা যাচ্ছে ওটিটিতে- প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ছবিটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায়। এর মাধ্যমে শুধু দক্ষিণ ভারতে নয়, গোটা ভারতের দর্শকদের মনেও জায়গা করে নিচ্ছে ছবিটি।
‘কুবেরা’ যেন প্রমাণ করে দিল- ভালো গল্পের কোনও সীমান্ত থাকে না, আর সাহসী কনটেন্ট আজও দর্শক খুঁজে নেয়।
কেএন/টিএ