দক্ষিণ ভারতের চলচ্চিত্রে যার উপস্থিতি ইতিমধ্যেই আলোচিত, সেই শ্রীলিলা এবার পা রাখতে চলেছেন বলিউডে- আর তাও ঝাঁকজমকপূর্ণ এক অভিষেক দিয়ে। পরিচালক অ্যাটলির পরিচালনায়, রণবীর সিং ও ববি দেওলের বিপরীতে অ্যাকশনধর্মী এক ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। পুরো প্রজেক্ট ঘিরেই চলছে কঠোর গোপনীয়তা, তবে যা জানা যাচ্ছে, তা থেকেই স্পষ্ট- এই ছবিটি হতে চলেছে শ্রীলিলার জন্য একটি মোড় ঘোরানো অধ্যায়।
চরিত্রের জন্য নিতে হবে শারীরিকভাবে কঠোর প্রস্তুতি, তাই ইতিমধ্যেই শুরু করেছেন ফিজিক্যাল ট্রেনিং। চরিত্রটি নাকি বেশ তীব্র, বুদ্ধিদীপ্ত আর রহস্যঘেরা। প্রযোজনা টিমের এক সদস্যের ভাষায়, “ওর মধ্যে একটা মায়াবী রহস্য আছে, যা দর্শকদের টানে। পর্দায় ওর উপস্থিতি একেবারেই আলাদা।” এখনো পর্যন্ত কোনও হিন্দি ছবি মুক্তি না পেলেও, ইতোমধ্যেই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তার নাম ছড়িয়ে পড়েছে।
শুধু অ্যাটলির এই প্রজেক্টেই নয়, শ্রীলিলা জুটি বাঁধছেন কার্তিক আরিয়ানের সঙ্গেও- পরিচালক অনুরাগ বসুর একটি রোমান্টিক ছবিতে। পাশাপাশি ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘দিলের’ নামের একটি ক্রীড়া-ভিত্তিক ছবির কথাবার্তাও চলছে। সব মিলিয়ে বলিউডে তার উত্থান এখন সময়ের ব্যাপার মাত্র।
মাত্র ২৪ বছর বয়সেই এমন বহুমুখী প্রজেক্টে যুক্ত হয়ে যেভাবে আলোচনায় উঠে এসেছেন শ্রীলিলা, তা দেখে অনেকে বলছেন- এই তরুণীই হতে পারেন পরবর্তী সর্বভারতীয় তারকা।
কেএন/টিএ