রাজধানী ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এ লক্ষ্যে গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনেরের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে এ সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেশের আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? পোস্টের কমেন্টে তিনি আরও লিখেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন? এছাড়া শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কি করতে পারবে?
টিএ/