প্রাক-মৌসুম প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম পছন্দের গোলরক্ষক আন্দ্রে ওনানা চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন, আর সেই অনিশ্চয়তার ভেতরেই নতুন গোলরক্ষক খুঁজছে রেড ডেভিলরা। এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজকে দলে নেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।
ইংলিশ গণমাধ্যম ‘দ্য মিরর’ জানিয়েছে, ওনানার হ্যামস্ট্রিং চোট শুরুতে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে দেওয়ার আশঙ্কা থাকলেও পরবর্তী মূল্যায়নে তা কিছুটা স্বস্তির হয়েছে ইউনাইটেডের জন্য। তবে ফিরতে কতদিন লাগবে-তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
বিশ্বসেরা গোলরক্ষকদের তালিকায় এরইমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন অ্যাস্টন ভিলার মার্টিনেজ। আর এই মুহূর্তে তার অভিজ্ঞতাই টানছে ইউনাইটেডকে। ফ্যাব্রিজিও রোমানোর বরাতে জানা গেছে, ক্লাবের অভ্যন্তরে মার্টিনেজকে দলে নেওয়া নিয়ে আলোচনা চলছে। তরুণ গোলরক্ষকদের ওপর ভরসা রাখবে, নাকি এক অভিজ্ঞ কিপারকে নিয়ে আসবে-এমন সিদ্ধান্ত নিতে চাইছে তারা।
তবে এ মুহূর্তে নতুন বিনিয়োগ করতে হলে কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে ইউনাইটেডকে। কারণ, ম্যাথেউস কুনহাকে দলে ভেড়ানো এবং ব্রায়ান এমবেউমোকে কিনতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ হয়ে গেছে। সে কারণেই মার্টিনেজের মতো খেলোয়াড়ের জন্য খেলোয়াড় অদলবদলের প্রস্তাব নিয়ে ভাবছে তারা, যদিও অ্যাস্টন ভিলার সঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি ক্লাবটি। তবে গণমাধ্যমে গুঞ্জন অ্যাস্টন ভিলা আলেহান্দ্রো গারনাচোকে চায়, তাই এই পদ্ধতিতে এই দলবদল সম্ভব হলেও হতে পারে।
রেড ডেভিলদের পরবর্তী প্রাক-মৌসুম ম্যাচ শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে, সুইডেনের স্টকহোমে। নতুন মৌসুম শুরুর আগেই গোলপোস্টে অভিজ্ঞ এক সেনানী না পেলে বড় বিপদে পড়তে পারে ইউনাইটেড।
এখন দেখার পালা, মার্টিনেজকে ঘিরে এই আলোচনায় নতুন মোড় নেয় কিনা-আর ওনানা ফিরেই গোলবারে নিজের জায়গা ধরে রাখতে পারেন কিনা!
টিকে/