নেত্রকোনার বারহাট্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া তাদের সঙ্গে আরো দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আলাউদ্দিন সম্রাট, সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা সাইদুর রহমান ও রায়পুর ইউনিয়নের ঝাওয়াইল-শিমুলিয়া গ্রামের বাসিন্দা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে নাশকতা ছাড়াও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মোবারক মিয়া ও নিরব মিয়া নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, বারহাট্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই বিশেষ অভিযান চালানো হচ্ছে। গ্রেফতার মোবারক ও নিরবের কাছে ৭ পিস করে ইয়াবা পাওয়া যায়।
বাকি তিনজনকে দলীয় তিন মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
এফপি/ টিএ