জিম্বাবুয়ে ক্রিকেট বস তাভেঙ্গওয়া মুকুলানি গত বছরের নভেম্বর থেকে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে সেটা ছিল অন্তর্বর্তীকালীন হিসেবে। এবার স্থায়ীভাবে দায়িত্ব পেয়েছেন তিনি। শুক্রবার (১৮ জুলাই) সিঙ্গাপুরে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২৩ সদস্যের সভায় সর্বসম্মতভাবে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মুকুলানির সামনে এখন বেশ কয়েকটি কাজ; আফ্রিকায় একটি টি-২০ টুর্নামেন্ট চালু করা, আফ্রো-এশিয়া কাপের পুনঃপ্রবর্তন ও ২০২৭ আফ্রিকা গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা। আফ্রো-এশিয়া কাপ শুরু হয়েছিল ২০০৫ সালে। এর সবশেষ আসর বসেছিল ২০০৭ সালে।
আফ্রিকা গেমসে সর্বপ্রথম ক্রিকেট ঢোকানো হয় ২০২৩ সালে ঘানার রাবাতে বসা প্রতিযোগিতায়। ওই আসরে জিম্বাবুয়েই পুরুষ ও নারী ক্যাটাগরিতে শিরোপা জিতে। ২০২৭ সালের আসর বসবে মিশরের কাইরোতে। মুকুলানি বলেছেন, ‘এইসব কাজ খুব গুরুত্বপূর্ণ। এতে বিনিয়োগের নতুন নতুন দরজা খুলবে।’
মুকুলানি ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর থেকেই বোর্ডের সঙ্গে জড়িত তিনি, নির্বাচিত হয়েছেন মোট তিনবার। তিনি আইসিসির আর্থিক ও বাণিজ্য বিষয়ক কমিটিতেও যুক্ত।
দায়িত্ব পেয়ে মুকুলানি বলেন, ‘আমরা আজ আফ্রিকান ক্রিকেটের জন্য একটি নতুন যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি- এটা এমন একটা যুগ হবে যা শক্তিশালী শাসনব্যবস্থা, বৃহত্তর সুযোগ এবং নবায়িত উচ্চাকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হবে। আসুন, যে উন্নতি করেছি, সেটার দিকে আরও এগিয়ে যাই, একটি সাধারণ লক্ষ্যে ঐক্যবদ্ধ হই এবং খেলার প্রতি ভালোবাসা ভাগাভাগি করি।’
টিকে/