ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির পদত্যাগ

জাতীয় ক্রীড়া পরিষদ চল্লিশের অধিক ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছে। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশনে প্রথম পদত্যাগের ঘটনা ঘটল। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর পদত্যাগপত্র দিয়েছেন। সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

জাতীয় চ্যাম্পিয়নশীপ যে কোনো ফেডারেশনে বড় আয়োজন। এত বড় টুর্নামেন্টের দাওয়াতপত্রে সভাপতির নাম ছিল না। সেখানেই খটকার সৃষ্টি হয়। আজ টুর্নামেন্টের সমাপনী দিনে ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সভাপতির পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে সামনে আনেন, ‘আমাদের সভাপতি পদত্যাগ করেছেন। সেই চিঠি তিনি ফেডারেশন,এনএসসি,মন্ত্রণালয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন।’

জাতীয় চ্যাম্পিয়নশীপের আগে সভাপতির পদত্যাগ একটা বড় ধাক্কা ছিল। সম্মিলিত প্রচেষ্টায় সেই ধাক্কা সামলেছে ফেডারেশন,‘সভাপতির পদত্যাগ ফেডারেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। ফেডারেশনের সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই ধাক্কা কাটিয়ে সুন্দর জাতীয় চ্যাম্পিয়নশীপ সমাপ্তি হয়েছে’-বলেন নির্বাহী সদস্য কামরুজ্জামান রতন।

২৩ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করে। নতুন কমিটির সভাপতি দায়িত্ব নিয়ে গণমাধ্যমে বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। আকস্মিকভাবে পদত্যাগ করার কারণ সম্পর্কে সালাহউদ্দিন আলমগীর বলেন,‘কারো সঙ্গে কোনো দূরত্ব বা সমস্যা হয়নি। ফেডারেশনের সভাপতি হিসেবে যতটুকু সময় দেওিয়া প্রয়োজন সেটা দিতে পারব না। নিজস্ব ব্যস্ততার জন্য সরে এসেছি। তবে খেলাটির উন্নয়নে যতটুকু সহায়তা করার দরকার সেটা পেছন থেকে করার সর্বাত্মক চেষ্টা করব।’

ব্যস্ততা জেনেই দায়িত্ব নিয়েছিলেন। এক মাসের মধ্যে সেই ব্যস্ততার জন্য দায়িত্ব পালনে অপরাগতা খানিকটা প্রশ্নের জন্ম দেয়। এ নিয়ে পদত্যাগ করা সভাপতির মন্তব্য,‘আমি সময় দিতে পারব না এরপরও পদে থাকার প্রয়োজন মনে করিনি এজন্য কিন্তু মাস খানেক পরই (জুনের প্রথম সপ্তাহ ) পদত্যাগপত্র দিয়েছি। মন্ত্রণালয়-এনএসসি সেটা গ্রহণও করেছে।’

পদত্যাগপত্র দেওয়ার পর জুনের শেষ সপ্তাহে বিওএ সভাপতির সঙ্গে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে বৈঠক করেছিলেন। এ নিয়ে তার ব্যাখ্যা, ‘এটা পূর্ব নির্ধারিত বাইনেমে ছিল এবং সেটা ফেডারেশনের অন্যদের সঙ্গে আলোচনা করেই গিয়েছিলাম এবং সেখানে আলোচনার বিষয়টিও ফেডারেশনকে অবহিত করেছি।’

ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রস্তাবনার প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ-মন্ত্রণালয় যাচাই বাছাই করে বিভিন্ন ফেডারেশনের কমিটি গঠন করেছে। সার্চ কমিটি বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর কমিটির নাম প্রস্তাব করে। সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। ব্যাডমিন্টনে অ্যাডহক কমিটি গঠনে তার ভূমিকাই বেশি ছিল ধারণা ক্রীড়াসংশ্লিষ্টদের। রানার ব্যাডমিন্টনেই সভাপতির পদত্যাগের ঘটনা ঘটল।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির রাঙামাটির সমাবেশে পাটওয়ারীর অংশগ্রহণে আপত্তি জেলা ছাত্রদলের Jul 20, 2025
img
বিশ্বের দ্রুততম ইন্টারনেট তৈরি করল জাপান Jul 20, 2025
img
উলভসের হল অব ফেমে জায়গা করে নিলেন দিয়োগো জোতা Jul 20, 2025
img
‘মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে বিএনপির নেতৃত্বে ঐক্যের আহ্বান ফজলুর রহমানের’ Jul 20, 2025
img
সোমবার ফেনীতে এনসিপির পদযাত্রা Jul 20, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jul 20, 2025
জামায়াতের মঞ্চে ঝড় তুললেন সাবেক বিএনপি নেতা Jul 20, 2025
৬০০ কোটি দামের অ্যাপাচি হাতে পাচ্ছে মোদি, নজর সরাসরি পাকিস্তান সীমান্তে Jul 20, 2025
জামায়াতের সমাবেশে যা বললেন নূরুল হক নূর Jul 20, 2025
জনসমুদ্র জামায়াতের, পড়ে গেলেন আমির, বললেন, অভ্যুত্থানের মতো আরেকটা লড়াই হবে Jul 20, 2025
img
চ্যাটজিপিটির সহায়তায় ৬ মাসে ২৭ কেজি ওজন কমালেন এক ব্যক্তি Jul 20, 2025
img
‘কান্তারা’র পর ঐতিহাসিক চরিত্রে আবারো রিশভ শেট্টির জয়জয়কার Jul 20, 2025
img
খুলনায় মদপানে প্রাণ গেল ৫ জনের, বিক্রেতা আটক Jul 20, 2025
img
জামায়াত আমিরের খোঁজ নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান Jul 20, 2025
img
৬টি ত্রুটি এনসিপির নিবন্ধন আবেদনে, সময় দিল নির্বাচন কমিশন Jul 20, 2025
img
শ্রমিক স্বার্থ রক্ষায় রাস্তায় নামতে দ্বিধা করব না: শ্রম উপদেষ্টা Jul 20, 2025
img
বাসায় ফিরেছেন জামায়াত আমির, সমাবেশ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ Jul 20, 2025
img
পাটওয়ারী ও এনসিপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি কক্সবাজার বিএনপির Jul 20, 2025
img
সোনার জার্সি পরে নেমেও হার মানল গেইল-পোলার্ডদের দল Jul 20, 2025
img
প্রথম থেকেই এটি ফ্যাসিস্ট সং‌বিধান: না‌হিদ ইসলাম Jul 20, 2025