ম্যাক্স সিক্সটি টি-টেনে মায়ামি ব্লেজের গত দুই ম্যাচে ব্যাটে-বলে ভালো পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। তাতে দুই ম্যাচেই জয় পেয়েছিল তার দল। তবে আজও দুই বিভাগেই ব্যর্থ এই বাংলাদেশি অলরাউন্ডার। তাতে ভেগাস ভাইকিংসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিবের দল মায়ামি।
জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ডিএল মেথডে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে মায়ামি। জবাবে খেলতে নেমে ৩ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভেগাস।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কমে আসে ম্যাচে দৈর্ঘ্য। ৫ ওভারে ৪৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে একমাত্র কেনার লুইসকে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভেগাস। ১০ বলে অপরাজিত ২৮ রান করেছেন অ্যালেক্স হেলস। এ ছাড়া ৪ বলে অপরাজিত ৯ রান করেছেন উন্মুখ চাঁদ।
৩ বল করে ৬ রান দিয়েছেন সাকিব। তার ওভার শেষ করার আগেই জিতে যায় ভেগস।
এরা আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভুগেছে মায়ামি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পঞ্চাশ রানও করতে পারেনি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬ বলে অপরাজিত ২০ রান করেছেন শিহান জয়াসুরিয়া। এ ছাড়া সাকিব করেছেন ৮ বলে ৮ রান।
টিকে/