বলিউডের বাদশা শাহরুখ খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৮ জুলাই) এক্স হ্যান্ডেলে শাহরুখের সুস্থতা কামনা করে টুইট করেছেন তিনি।
যেখানে মমতা লিখেছেন, “ভাই শাহরুখের স্বাস্থ্যের জন্য আমি চিন্তিত। পেশিতে আঘাত পেয়ে গুরুতরভাবে জখম হয়েছেন অভিনেতা। তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হয়েছেন শাহরুখ। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে দুর্ঘটনা।
বলিউড সূত্রে জানা গেছে, শাহরুখের চোট গুরুতর হওয়ায় অন্তত এক-দু’ মাস শুটিং থেকে বিরতি নিতে হতে পারে তাকে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামেই থাকতে হবে এই সময়।
আগামী সেপ্টেম্বরের শেষ ভাগ বা অক্টোবরের মাঝামাঝি সময়ে ফের ‘কিং’-এর শুটিং শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এর মাঝে অভিনেতা আর সেটে ফিরছেন না।
এদিকে, শাহরুখের শরীরের কোন অংশে আঘাত লেগেছে তা নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পেশিতেই আঘাত পেয়েছেন অভিনেতা। এমনকি চিকিৎসার জন্য গোটা টিম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন তিনি।
বিগত কয়েক বছরে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন শাহরুখ। এবারও সেই তালিকায় যুক্ত হলো নতুন আঘাত। শুটিং বন্ধ হয়ে যাওয়ায় পিছিয়ে যাচ্ছে এই পর্বের শিডিউলও। তবে সুস্থ হয়েই ফের শুটিং সেটে ফিরবেন বলিউড বাদশাহ।
টিকে/