এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশের যুবারা। আজ বেনোনিতে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
আজও টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। সঙ্গে প্রথম ম্যাচের মতো আজও বাংলাদেশের তিন ব্যাটার ফিফটি হাঁকিয়েছেন।
এতে ২৬৫ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জাওয়াদ আবরার (৫৭), আজিজুল হাকিম তামিম (৬৭) ও রিজান হোসেন (৫২)। আগের ম্যাচে মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে ফিফটি করেন জাওয়াদ ও রিজান।
বোলিং করতে নেমেও দারুণ শুরু পায় বাংলাদেশ।
দলীয় ১৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে। যার দুটিই নেন আল ফাহাদ। এমন কঠিন মুহূর্তে ক্রিজে নেমে ৫১ রানের ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধানটুকু কমিয়েছেন শুধু জ্যাসন রোয়েলস। ফাহাদ, স্বাধীন ইসলামের মতো দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক আজিজুল তামিম।
এতে বোলারদের দলীয় প্রচেষ্টায় ১৬১ রানেই অলআউট হয় প্রোটিয়ারা। ১০৪ রানের জয় পাওয়া বাংলাদেশ প্রতিপক্ষকে ধবলধোলাই করতে আগামী ২২ জুলাই বেনোনিতেই মাঠে নামবে।
টিকে/