সোনার জার্সি পরে নেমেও হার মানল গেইল-পোলার্ডদের দল

মাঠে গড়িয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় মৌসুম। গত শুক্রবার (১৮ জুলাই) থেকে মাঠে গড়িয়েছে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট। পুরনো দিনের তারকাদের একসঙ্গে এই টুর্নামেন্টে খেলতে দেখে ক্রিকেটপ্রেমীরা ডুব দিচ্ছেন নস্টালজিয়ার জগতে।

এই মৌসুমে অন্যতম আকর্ষণীয় দল 'ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস'। দলে রয়েছেন ক্রিকেট বিশ্বের তিন মহাতারকা–ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো, যারা প্রত্যেকেই নিজ নিজ সময়ে বিপক্ষের বোলারদের ঘুম হারাম করেছেন।

টি-টোয়েন্টির দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের আসরে মাঠে নামার আগেই চমক দেখিয়েছে। ক্রিকেট মাঠ থেক বিদায় নেয়া ক্যারিবীয় তারকারা ডব্লিউসিএলে খেলতে নামছেন সোনাখচিত জার্সি পরে।

শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো স্বর্ণখচিত এই মনোমুগ্ধকর জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল। ১১ ওভারের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেছে ক্যারিবীয় কিংবদন্তিরা। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভারে ৫ উইকেটে ৭৯ রান করে। জবাবে নির্ধারিত ওভারে ৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বার্মিংহামে জার্সি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গেইল, ব্রাভো ও পোলার্ড। 

বিশেষ এই জার্সিটি তৈরি হয়েছে দলের মালিক 'চ্যানেল ২' ও দুবাইয়ের বিলাসবহুল ব্র্যান্ড 'লরেঞ্জে'-এর যৌথ উদ্যোগে। ঐতিহ্যবাহী মেরুন রংয়ের জার্সিটি সুসজ্জিত করা হয়েছে ১৮ ক্যারেট সোনা দিয়ে। জার্সিগুলো তিনটি এক্সক্লুসিভ সংস্করণে — যথাক্রমে ৩০ গ্রাম, ২০ গ্রাম ও ১০ গ্রাম সোনা দিয়ে সুসজ্জিত। নির্মাতারা বলছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য ও কিংবদন্তিতুল্য স্পিরিটকে সম্মান জানাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।



২০২৪ এর আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ওয়েস্ট ইন্ডিজের এবারের লক্ষ্য শিরোপা জেতা। দলটির মালিক অজয় শেঠি বলেন, 'এই ঐতিহাসিক জার্সি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য ও কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি — স্যার ক্লাইভ লয়েড থেকে শুরু করে ক্রিস গেইল ও বর্তমান প্রজন্মের নায়করদের এর মাধ্যমে সম্মানিত করা হয়েছে।

এটি শুধুমাত্র স্পোর্টসওয়্যার নয়, বরং এটি একটি কালজয়ী নিদর্শন। রাজকীয় কারুকাজ, সাংস্কৃতিক গর্ব এবং ক্রীড়াগত উৎকর্ষের নিখুঁত সংমিশ্রণ; এই লরেঞ্জে জার্সি কেবল একটি সংগ্রহযোগ্য সামগ্রী নয়, বরং এটি বিশ্ব ক্রীড়া অঙ্গনে বিলাসিতার প্রতীক।' 

শেঠি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে অনেক কিংবদন্তি রয়েছেন, এবং এই জার্সি তাদের প্রত্যেকের প্রতি এক অপূর্ব শ্রদ্ধার নিদর্শন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট টুর্নামেন্ট এবং আমরা এবার ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।'

ওয়েস্ট ইন্ডিজের এই দলে আরও আছেন শিবনারায়ণ চন্দরপল, লেন্ডল সিমন্স এবং ডোয়াইন স্মিথের মতো তারকা।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের স্কোয়াড: ক্রিস গেইল, কিয়েরান পোলার্ড, ডোয়াইন ব্রাভো, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, শেলডন কটরেল, শিবনারায়ণ চন্দরপল, চ্যাডউইক ওয়ালটন, শ্যানন গ্যাব্রিয়েল, অ্যাশলে নার্স, ফিডেল অ্যাডওয়ার্ডস, উইলিয়াম পারকিন্স, সুলেমান বেন, ডেভ মোহাম্মদ ও নিকিতা মিলার।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ ইসলাম Jul 20, 2025
img
অসৎ উদ্দেশ্যে কারাগারে আমার ভয়েস রেকর্ড করা হয়েছে : ইনু Jul 20, 2025
img
প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মিশনে নামতে পারে টাইগাররা! Jul 20, 2025
img
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল Jul 20, 2025
img
খোঁজ মিলেছে অভিনেত্রী প্রসূনের বাবার! Jul 20, 2025
img
শহীদ পরিবারের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ ইসলাম Jul 20, 2025
img
৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে আইসিসি Jul 20, 2025
img
বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচন বন্ধের উদ্যোগ Jul 20, 2025
img
এনসিপির দুই নেতার পদত্যাগ Jul 20, 2025
img
মারধরের অভিযোগে আটক নোবেলকে ছেড়ে দেওয়া হয়েছে Jul 20, 2025
img
আমার জীবনে ভুল বলে কিছু নেই : জয়া আহসান Jul 20, 2025
img
যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিনে আগুন Jul 20, 2025
img
গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেফতার চলছে : রাশেদ খাঁন Jul 20, 2025
img
জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা আলী রীয়াজের Jul 20, 2025
img
জুলাই-আগস্ট ঘটনায় আনিসুল, সালমানসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে Jul 20, 2025
img
হাইকোর্ট নিয়ে মন্তব্য: সারজিস আলমের বিরুদ্ধে অবমাননার আবেদন নিষ্পত্তি Jul 20, 2025
img
২৫ বছরের মধ্যে আরও ৪ কোটি ১০ লাখ মানুষ চরম দারিদ্র্যে মধ্যে পড়বে: বিশ্বব্যাংক Jul 20, 2025
img
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নাসির উদ্দিনের বক্তব্য উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত : রাশেদ Jul 20, 2025
img
আলোচনায় থাকার কৌশল স্বীকার মিষ্টি জান্নাতের! Jul 20, 2025
img
নাপোলিতে যোগ দেয়ার আসল কারণ নিয়ে মুখ খুললেন ডি ব্রুইন Jul 20, 2025