সোমবার ফেনীতে এনসিপির পদযাত্রা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) ফেনীতে আসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এদিন শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও মহিপালে পথসভা করবে দলটি। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করবে দলের নেতাকর্মীরা। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সূত্রে জানা গেছে, সোমবার সকালে দলের নেতৃবৃন্দ খাগড়াছড়িতে পদযাত্রা শেষে একটি পথসভা করবে। পথসভা শেষ করে দুপুরেই ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। 

বিকেল ৫টায় বারৈয়ারহাট-লালপোল হয়ে ফেনীতে প্রবেশ করবে এনসিপির নেতারা। এরপর তারা সরাসরি ফেনীর ট্রাংক রোডে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পথসভায় যোগ দেবেন। সেখান থেকে পদযাত্রা করতে করতে মহিপালের উদ্দেশ্য যাবেন তারা। সেখানে তারা আরও একটি পথসভায় যোগ দেবেন। পরবর্তীতে সার্কিট হাউজে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা নোয়াখালীর উদ্দেশ্য রওনা দেবেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এতে বিশেষ অতিথি থাকবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। প্রশাসন কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিরাপত্তায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন।এছাড়া ফেনীর বন্যার টাকা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এসব বিষয়ে আমরা সতর্ক থাকব। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের শুভ কামনা জানিয়েছেন। সবমিলিয়ে নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত আমরা শঙ্কিত নই।

এদিকে দলের পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চলছে মাইকিং, বিতরণ করা হচ্ছে লিফলেট। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।

এর আগে এ উপলক্ষ্যে শনিবার (১৯ জুলাই) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, ফেনী জেলার সংগঠক শাহ ওয়ালী উল্ল্যাহ মানিক, আবদুল্লাহ আল জোবায়ের, মুহাইমিন তাজিম, ওমর ফারুক ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শেষ দল হিসেবে এশিয়া কাপে ইরান, একই পটে বাংলাদেশ Jul 20, 2025
img
বয়স মাত্র ১৬, কিন্তু মস্তিষ্ক পাকা! বার্সার নতুন বিস্ময়ের নাম ড্রো Jul 20, 2025
img
সালমানের প্রাক্তন প্রেমিকা সংগীতার বাড়িতে ভাঙচুর Jul 20, 2025
img
রদ্রিগোকে দলে নেওয়ার চেষ্টা বার্সেলোনার, রিয়ালের জবাব ‘অসম্ভব’ Jul 20, 2025
img
সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররাই পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা Jul 20, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, এমওইউ স্বাক্ষর Jul 20, 2025
img
কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ ১৫ কিলোমিটরের যানজট Jul 20, 2025
img
ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই Jul 20, 2025
img
আহত হননি শাহরুখ, ছড়ানো হয়েছে ভুয়া খবর! Jul 20, 2025
img
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে Jul 20, 2025
img
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ ইসলাম Jul 20, 2025
img
অসৎ উদ্দেশ্যে কারাগারে আমার ভয়েস রেকর্ড করা হয়েছে : ইনু Jul 20, 2025
img
প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মিশনে নামতে পারে টাইগাররা! Jul 20, 2025
img
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল Jul 20, 2025
img
খোঁজ মিলেছে অভিনেত্রী প্রসূনের বাবার! Jul 20, 2025
img
শহীদ পরিবারের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ ইসলাম Jul 20, 2025
img
৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে আইসিসি Jul 20, 2025
img
বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচন বন্ধের উদ্যোগ Jul 20, 2025
img
এনসিপির দুই নেতার পদত্যাগ Jul 20, 2025
img
মারধরের অভিযোগে আটক নোবেলকে ছেড়ে দেওয়া হয়েছে Jul 20, 2025