এক সময় তাঁদের বন্ধুত্ব ছিল টলিপাড়ার আলোচিত গল্প। একে অপরের ছায়াসঙ্গী বলা হতো—নুসরত জাহান ও মিমি চক্রবর্তী যেন ছিলেন ‘হরিহর আত্মা’। রাজনীতি হোক বা সিনেমা, ব্যক্তিগত সময় কাটানো হোক বা পর্দার জুটি—তাঁদের একসঙ্গে দেখা যেত প্রায় সর্বত্র। কিন্তু হঠাৎ করেই সম্পর্কের সেই উষ্ণতায় দেখা দেয় ফাটল। বন্ধুত্বে আসে শীতলতা। অনেকেই বলেছিলেন, আর হয়তো একসঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে।
তবে ২০২৫-এর টলিউড যেন পুরনো সেই বিশ্বাস ভেঙে নতুন গল্প লিখছে। নতুন করে গুঞ্জন উঠেছে—নুসরত ও মিমি আবারও এক হচ্ছেন। একসঙ্গে কাজ করছেন পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আসন্ন ছবি রক্তবীজ ২-তে।
শোনা যাচ্ছে, শুধু একই ছবিতে কাজ করাই নয়, ছবির এক বিশেষ দৃশ্যে তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, যেখানে দেখা যাবে তাঁদের হাতে-হাত রেখে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিনয় করতে। দীর্ঘ বছর পর তাঁদের এক ফ্রেমে দেখে চমকে গিয়েছেন শ্যুটিং ইউনিটের সদস্যরাও। সেই ছবি কিংবা দৃশ্য এখনও প্রকাশ্যে না এলেও, সেট থেকে সেটে, পাড়া থেকে পাড়ায় ছড়িয়ে পড়েছে দুই নায়িকার পুনর্মিলনের গল্প।
ছবিতে মিমিকে দেখা যাবে সংযুক্তা চরিত্রে—রাজ্য প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে। অন্যদিকে নুসরত থাকছেন এক আইকনিক গানের দৃশ্যে, যেখানে তাঁর উপস্থিতি থাকবে গল্পের গুরুত্বপূর্ণ কিছু বাঁকে।
আরেক চমক—এই ছবিতে থাকছেন অঙ্কুশ হাজরাও, যাঁর সঙ্গে নুসরতের এক সময়ের বন্ধুত্ব ছিল টলিউডে আলোচিত বিষয়। বলা চলে, রক্তবীজ ২ যেন পুরনো সম্পর্কগুলোর পুনর্জন্ম ঘটাতে চলেছে—বন্ধুত্ব, সহমর্মিতা আর সহঅভিনয়ের নতুন সুরে।
এই খবরে উচ্ছ্বসিত টালিগঞ্জের ভক্তমহলও। কেউ বলছেন, “দু’জনেই পরিণত হয়েছেন, পুরনো ভুল ভেঙে নতুন করে পথ চলাই তো জীবনের সৌন্দর্য।” আবার কারও মতে, “ছবির প্রয়োজনে একসঙ্গে দাঁড়ালেও ব্যক্তিগত দূরত্ব কতটা ঘুচেছে, তা সময়ই বলবে।”
তবে আপাতত ‘রক্তবীজ ২’ শুধু একটি সিনেমা নয়, টলিউডে পুরনো সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতেই যেন আসছে।
ইউটি/টিএ