লিগে আগের ম্যাচে শীর্ষে থাকা ফ্লামেঙ্গোকে হারিয়ে দিয়েছিল সান্তোস। নেইমার জুনিয়রের দুর্দান্ত এক গোলে জয় পেয়েছিল পেইজিরা। কিন্তু পরের ম্যাচেই ছন্দপতন নেইমারের দলের। লিগ টেবিলের মাঝের সারির ক্লাব মিরাসলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে সাদা-কালো জার্সিধারীরা।
শনিবার (১৯ জুলাই) এস্তাদিও মিউনিসিপ্যাল জোসে মারিয়া দে ক্যাম্পোস মাইয়া স্টেডিয়ামে মিরাসলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে সান্তোস। এদিন ম্যাচের প্রথম একাদশে থাকা নেইমার পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও দলের বড় জয় ঠেকাতে পারেননি। মিরাসলের পক্ষে ছিকো, রেইনালদো মানোয়েল দা সিলভা ও ক্রিস্টিয়ান রেনাতো গোল তিনটি করেন। ম্যাচের ৯০ মিনিটে স্বাগতিক দলের জোয়াও ভিক্টর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এদিন বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল না সান্তোসের। পুরো ম্যাচে ৮টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা। অন্যদিকে মিরাসল ১৮টি শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখে।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। ডেডলক ভাঙার জন্য ৬৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ছিকোর গোলে এগিয়ে যায় মিরাসল।
ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৭৩ মিনিটে কার্লোস এদুয়ার্দোর পাস থেকে গোল করেন রেইনালদো।
ম্যাচে ফেরার জন্য সান্তোস চেষ্টা করলেও তাদের আক্রমণে ধার ছিল না। নেইমার ছিলেন ম্লান।
ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তোসের কফিনে শেষ পেরেক ঠোকেন ক্রিস্টিয়ান রেনাতো। আলেসনের পাস থেকে গোলটি করেন তিনি। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেন জোয়াও ভিক্টর।
১৩ ম্যাচে ৫ জয় ও ৬ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে সিরি আ'র পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠেছে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সান্তোস।
পিএ/টিকে