ভিয়েতনামে পর্যটনবাহী নৌকা ডুবে নিহত ৩৪

ভিয়েতনামের নীল-সবুজ জলরাশি আর চুনাপাথরের দ্বীপের জন্য ব্যাপক জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকা উল্টে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নৌকা উল্টে যাওয়ার এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার জনপ্রিয় হা লং বে দ্বীপের পর্যটন এলাকায় একটি নৌকা উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী।

দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ওই এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে নৌকাটি উল্টে যায়। সেই সময় নৌকাটিতে ৪৮ জন পর্যটক ও ৫ জন কর্মী ছিলেন।

নৌকাটির যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন; যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করেছেন। একই সঙ্গে সেখান থেকে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’’

হা লং বের এই দুর্ঘটনায় এখনও অন্তত ৮ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে রাতেও উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। হা লং বেতে কাজ করা ট্র্যান ট্রং হুং ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, দুপুরের দিকে দ্বীপে আকস্মিক ঝড় শুরু হয়। দুপুর ২টার দিকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

তিনি বলেন, ওই সময় ব্যাপক বজ্রপাত ও প্রবল বৃষ্টির সঙ্গে বড় বড় শিলাবৃষ্টি হচ্ছিল। এসব শিলার আকার ছিল আঙুলের মতো।

উদ্ধারকৃত ১০ বছর বয়সী এক শিশু ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনামনেটকে বলেছে, আমি গভীর শ্বাস নিয়ে একটা ফাঁকা জায়গা দিয়ে সাঁতার কেটেছি। এরপর ডুব দিয়ে তিরের কাছাকাছি এলাকায় পৌঁছে চিৎকার করেছি। তখন এক নৌকা থেকে আমাকে টেনে তোলা হয়, সেখানে সৈন্যরা ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ও জননিরাপত্তা মন্ত্রণালয়কে দ্রুত উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

সরকারি ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

শনিবার উত্তর ভিয়েতনামের হ্যানয়, থাই নগুইয়েন এবং বাক নিন প্রদেশেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। রাজধানী হ্যানয় থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে হা লং বে এলাকাটির অবস্থান। রাজধানীতেও ঝোড়ো হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে।

এই ঝড়ের আগে দেশটিতে টানা তিন দিন ধরে প্রচণ্ড গরম ছিল। কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দেশটির জাতীয় আবহাওয়াবিষয়ক পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভ্যান খিয়েম ভিএনএক্সপ্রেসকে বলেন, দক্ষিণ চীন সাগরে অবস্থান করা গ্রীষ্মকালীন ঝড় উইফার প্রভাবে এই বজ্রঝড় হয়নি।

ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই দ্বীপের নীল-সবুজ জলরাশি আর গভীর বনাঞ্চলে চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যান। গত বছর টাইফুন ইয়াগির আঘাতে হা লং বের উপকূলীয় কোয়াং নিং প্রদেশে অন্তত ৩০টি নৌকা ডুবে যায়।

কেএন/টিকে


Share this news on:

সর্বশেষ

img
কথার লড়াইয়ে মঞ্চে আগুন দেয়া, ব্যানার ছেঁড়া কোনো রাজনৈতিক চরিত্র হতে পারে না: সারজিস Jul 20, 2025
img
মিটফোর্ড ঘটনায় মূলহোতা মহিনের দায় স্বীকার Jul 20, 2025
img
সড়কে এমন সব যানবাহন আছে, যা থাকার কথা নয় : সড়ক উপদেষ্টা Jul 20, 2025
img
‘মেঘা১৫৭’-এর বিয়ের দৃশ্যে মন কাড়লেন চিরঞ্জীবী-নয়নতারা Jul 20, 2025
img
সৌদিতে গ্রেফতার ২৩ হাজারের বেশি প্রবাসী Jul 20, 2025
img
ভারতের প্রথম এফওয়ান চালকের জীবনী এবার সিনেমায় Jul 20, 2025
img
৪০ বছরের রপ্তানি খাতে এমন সংকট দেখিনি : এ কে আজাদ Jul 20, 2025
img
ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি: মাইকেল ভন Jul 20, 2025
img
যে কারণে হাতে সবসময় এই ব্রেসলেট পরে থাকেন সালমান Jul 20, 2025
img
পাবনায় আওয়ামী লীগ নেতা মিনহাজসহ ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ Jul 20, 2025
img
বান্দরবান নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সারজিস আলম Jul 20, 2025
img
বিল্ডিংয়ে ঢোকা সাপকে নিজে ধরে জঙ্গলে ছাড়লেন সোনু Jul 20, 2025
img
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Jul 20, 2025
img
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৪২৯ জন হাসপাতালে Jul 20, 2025
img
অতীতে সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ Jul 20, 2025
শিগগিরই সংঘাতে জড়াবে বিএনপি-জামায়াত: রনি Jul 20, 2025
‘আখতারের সততা ও সহনশীলতায় দাঁড়াবে এনসিপি’ - রাশেদ খাঁন Jul 20, 2025
“পার্বত্য চট্টগ্রামে অন্য একটি পক্ষ বার বার সুবিধা নেওয়ার চেষ্টা করছে " Jul 20, 2025
img
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান Jul 20, 2025
img
‘রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়’ Jul 20, 2025