রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার জাতীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এই সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। এ ঘটনায় বিএনপি প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করছেন সাংবাদিক মাহবুব কামাল।
তিনি বলেছেন, বিএনপিকে দাওয়াত দিল না।
শফিক সাহেব যখন অসুস্থ হয়ে হসপিটালে তখন, মির্জা ফখরুল ইসলাম দ্রুত সেখানে চলে গেলেন। এটা মির্জা ফখরুলের ডেমোক্রেটিক ভ্যালু নাকি, জামায়াতের অনুগ্রহ প্রার্থনা? যদি ডেমোক্রেটিক ভ্যালু যায়, তাহলে অবশ্যই বিএনপি প্রশংসা পাওয়ার যোগ্য।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের এ পর্যন্ত যে যে পারফরমেন্স, তাতে মনে হচ্ছে উনি আসলেই ডেমোক্রেটিক একটা ইমেজ নিয়ে থাকতে চাচ্ছেন।
এ সময় তিনি আরো বলেন, রাজনীতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কক্সবাজারে সালাহউদ্দিন সাহেবকে গডফাদার হিসেবে বলা হয়েছে। এনসিপি বলতেছে। তারপরে আবার এটা নিয়ে উত্তেজনা।
এনসিপির উদ্দেশে তিনি বলেন, এনসিপি কি এক সঙ্গে দুইটা বড় শক্তির বিরুদ্ধে ফাইট করতে চাচ্ছে? এটা তো কৌশলগতভাবেও ঠিক না।
মানে আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু এটার একটা শক্তি আছে, যেটার একটা প্রমাণ আমরা গোপালগঞ্জে পাইলাম। বিএনপিও একটা বড় শক্তি।
পিএ/টিকে