দীর্ঘ এক দশক ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর, গেল মৌসুম শেষে ক্লাবটি ছেড়ে নাপোলিতে যোগ দেন কেভিন ডি ব্রুইনে। সিটিতে নানা সাফল্য পাওয়া ডি ব্রুইনের শেষ দুই মৌসুম ভালো কাটেনি। ইনজুরির কারণে শেষ দুই মৌসুমে অনেক ম্যাচ মিস করেছেন। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পড়লেও এখনও ইউরোপের শীর্ষ লিগে খেলার যোগ্যতা রাখেন বলে মনে করেন ডি ব্রুইনে। যার কারণেই গেল মৌসুমের ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিয়েছেন তিনি।
২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্ক থেকে সিটিতে যোগ দিয়েছিলেন কেভিন ডি ব্রুইনে। এরপর প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়ে হয়ে উঠেছেন ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারের একজন। তবে বয়সের ভাড়ে আর ইনজুরির কারণে গেল দুই মৌসুম এতো ম্যাচ খেলতে পারেননি বেলজিয়ান এই তারকা। তবুও এখনও ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার ইচ্ছা থাকায় ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দেন ফ্রি এজেন্ট হিসেবে।
শনিবার (১৯ জুলাই) নাপোলিতে যোগ দেয়ার কারণ জানাতে গিয়ে ডি ব্রুইনে বলেন, 'যখন ক্লাবটির (নাপোলি) পুরো পরিকল্পনা আমাকে বোঝানো হলো, তখন আমি অনুভব করতে পারলাম যে, আমি ইতালিতে খেলতে পারি এবং এখনও শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারি, আর এটাই আমাকে রোমাঞ্চিত করল।'
এছাড়াও, নাপোলিতে আছেন ডি ব্রুইনের জাতীয় দলের সতীর্থ রোমেলু লুকাকু। নাপোলিতে ডি ব্রুইনের যোগ দেয়ার পেছনে এই স্ট্রাইকারের ভূমিকাও আছে বলে জানান তিনি।
ডি ব্রুইনে বলেন, 'আমার এখানে আসায় রোমেলু খুশি ছিল, জাতীয় দলে থাকার সময় আমি তার সঙ্গে কথা বলেছিলাম, সে আমাকে যোগ দিতে বলেছিল। ১৩ বছর বয়স থেকে রোমেলুকে আমি চিনি, তাই আমাদের সম্পর্ক বেশ দৃঢ়। আমরা যখন চেলসিতে খেলতাম, তখন আমরা দুই-তিন মাস একসঙ্গে ছিলাম।'
সবাইকে অবাক করে গত মৌসুমে আবারও সিরি 'আ' শিরোপা জিতেছে নাপোলি। আসন্ন মৌসুমে এই শিরোপা ধরে রাখা বেশ কঠিন হবে নাপোলির জন্য। তবে ক্লাব আরও শক্তি বাড়িয়ে চলেছে, আর এই ক্লাবে অবদান রাখতে পারলে বেশ খুশি হবেন ডি ব্রুইনে।
বেলজিয়ান মিডফিল্ডার বলেন, 'নাপোলি ইতোমধ্যে চ্যাম্পিয়ন দল, কিন্তু তারা এখনও স্কোয়াডের শক্তি বাড়াচ্ছে…আশা করি, দলের বেড়ে ওঠায় আমি সাহায্য করতে পারব এবং তাদের থেকে আমি শিখতেও পারব। নতুন ধারার ফুটবল, নতুন এক প্রতিযোগিতা।'
টিকে/