“ডন কো পাকড়না মুশকিল হি নয়, নামুমকিন হ্যায়”- সত্তরের দশকে অমিতাভ বচ্চনের কণ্ঠে এই সংলাপ ছড়িয়ে পড়েছিল যুবসমাজে। সেই কালজয়ী ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট আর নেই। ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী দীপা বারোট।
জানা গেছে, সাত বছর ধরে ফুসফুসের সমস্যায় (পালমোনারি ফাইব্রোসিস) ভুগছিলেন সদ্যপ্রয়াত পরিচালক। ভর্তি ছিলেন একাধিক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হন তিনি।
১৯৭৮ সালে চন্দ্র ‘ডন’ পরিচালনা করেন।
পরিচালকের মুন্সিয়ানায়, অভিনেতাদের অভিনয়গুণে ছবিটি হয়ে উঠে কালোত্তীর্ণ। ‘ডন’-এর রিমেক-এ তাই অমিতাভের জুতায় পা গলানোর লোভ সামলাতে পারেননি শাহরুখ খান। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি শুরু করছেন ফারহান আখতার। যেখানে এবার ‘ডন’ হচ্ছেন রণবীর সিং।
কিন্তু চন্দ্র যখন প্রথম ‘ডন’ নির্মাণ করেন, সেটি খুব সহজে তৈরি করতে পারেননি। সে সময়ের বড় অভিনেতা দেব আনন্দ, ধর্মেন্দ্র, জিতেন্দ্র— ফিরিয়ে দিয়েছিলেন পরিচালককে। ব্যতিক্রম অমিতাভ বচ্চন। যিনি পর্দায় ‘ডন’ হওয়ার সাহস দেখিয়েছিলেন। ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেলিম-জাভেদ জুটি।
চন্দ্র বারোটের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। তিনি ছিলেন একজন ব্যাংকার। পরে ভারতে পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নেন। প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ডন’-এর আগে ‘পূরব ঔর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া ঔর মকান’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক হিসাবে কাজ করেন তিনি। এ সব ছবির নায়ক মনোজ কুমারও প্রয়াত হয়েছেন চলতি বছর।
কেএন/টিকে