নিবন্ধন পেতে প্রয়োজনীয় নথি জমা দিতে দ্বিতীয় দফায় এনসিপিসহ ৮৩টি দলকে চিঠি পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২০ জুলাই) থেকে চিঠি দেওয়া শুরু হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের লক্ষে গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। দুই দফা সময় বাড়িয়ে সময়সীমা শেষ হয় গত ২২ জুন। এ সময় ১৪৪টি দল নিবন্ধনের আবেদন জমা দেয়। দলগুলোর আবেদন যাচাইয়ে উঠে আসে, ১৪৪টি দলের মধ্যে একটিও নিবন্ধনের পূর্ণ শর্ত পূরণ করতে পারেনি।
প্রথম দফায় গত বৃহস্পতিবার ৬১টি দলকে প্রয়োজনীয় নথি জমা দিতে চিঠি পাঠানো হয়। দ্বিতীয় দফায় আজ অবশিষ্ট ৮৩টি দলকে চিঠি পাঠানো শুরু করেছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলগুলকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কেএন/টিকে