বলিউডের মিষ্টি মুখের অভিনেতা আফতাব শিবদাসানি। খুব ছোট বয়স থেকে অভিনয়ে আত্মপ্রকাশ হয়েছে তার। মাত্র ১৪ মাস বয়স থেকেই একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। পরে শিশুশিদল্পী হিসেবে দেখা যায় বলিউডের বেশ কিছু হিট সিনেমায়।
তবে একটা সময় বলিউডে সেভাবে আর জমাতে পারেননি এ নায়ক। যদিও অভিনয় থেকে একেবারে সরে যাননি।
তবে একটা সময় বলিউডে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন এ অভিনেতা। মুলত নারীরাই বেশি কাস্টিং কাউচের শিকার হন মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে।
তবে আফতাবকেও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।
সম্প্রতি আফতাব জানিয়েছেন, এক নামকার ব্যক্তি গভীর রাতে তাকে হোটেলে দেখা করতে বলেছিলেন। আফতাব, বিবেক ওবেরয়, রীতেশ দেশমুখ সম্প্রতি সাজিদ খানের শো ‘ইয়াদোঁ কি বারাত’-এ একসাথে এসেছিলেন। এই শো চলাকালীন আফতাব জানান নিজের সেই তিক্ত অভিজ্ঞতা।
অভিনেতা বলেন, ‘আমি যখন অভিনেতা ছিলাম না এবং মিউজিক ভিডিও, মডেলিং করছিলাম। তখন আমার এক ব্যক্তির সাথে দেখা হয়েছিল যিনি আমাকে একটি চলচ্চিত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গভীর রাতে তিনি আমাকে একদিন ফোন করেন। হোটেলে ডাকেন। আমি তখন বুঝতে পেরেছিলাম যে এগুলো সমস্ত বাজে কথা এবং কলগুলি তোলা বন্ধ করে দিই তারপর।’
তবে সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি আফতাব। তিনি বলেন, ‘একজন বড় ব্যক্তিত্ব আছেন যার নাম আমি বলব না। আমি তার সাথে ১-২ বার দেখা করেছি। কিন্তু যখন আমি তার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি, তখন আমি তার সাথে দেখা করা বন্ধ করে দিই।’
এরপর আফতাব রাম গোপাল ভার্মার ‘মাস্ত’ ছবিতে প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন উর্মিলা মাতন্ডকর। এর পর আফতাবকে দেখা যায় ‘আওয়ারা পাগাল দিওয়ানা’, ‘কাসুর’, ‘হাঙ্গামা’, ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘১৯২০ দ্য ইভিল রিটার্নস’-এর মতো সিনেমায়। এরপর দীর্ঘদিন লাইমলাইটের আড়ালে এ অভিনেতা। তবে আবারও পর্দায় দেখা যাবে তাকে। সামনে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘মাস্তি ৪’ ও ‘কাসুর ২’ ছবিতে পর্দায় আসতে চলেছেন আফতাব।
পিএ/টিকে