পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বন রক্ষায় আগের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। নতুন পরিকল্পনা নিয়ে বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে বিদেশ থেকে কয়েকটি ‘আমব্রেলা প্রকল্প’ এসেছে, যেগুলো অনুমোদন করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বনবিনাশ, বনায়ন অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও ভূমিগ্রাস থেকে বনমানুষ সুরক্ষায় সেডের আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন।
তিনি বলেন, বনাঞ্চল সুরক্ষায় পাহাড়ে প্রযুক্তি ব্যবহার করে বনসম্পদ বিনষ্ট না করে বনের ভেতর থেকে সম্পদ আহরণ করা সম্ভব। এ ক্ষেত্রে আদিবাসীদের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মশালায় অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, প্রকৃতিকে মাথায় রেখে উন্নয়ন ধারণাকে নতুন সাজাতে হবে। সেই সঙ্গে মূল চ্যালেঞ্জই ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
টিকে/