দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা এবার আর শুধু দক্ষিণের নন, সমগ্র ভারতজুড়ে আলোড়ন তোলার প্রস্তুতিতে ব্যস্ত। বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘কিংডম’ মুক্তি পেতে চলেছে ৩১ জুলাই, ২০২৫। তবে এই ছবির সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে এর হিন্দি সংস্করণে। ‘কিংডম’-এর হিন্দি নামকরণ করা হয়েছে ‘সাম্রাজ্য’—একটি বলিষ্ঠ, দুর্দান্ত শিরোনাম যা উত্তর ভারতের দর্শকদের কাছে ছবিটির গ্রহণযোগ্যতা বাড়াবে বহুগুণ।
এই নাম পরিবর্তন নিছক অনুবাদ নয়, বরং একটি কৌশলগত সিদ্ধান্ত। নির্মাতারা চাচ্ছেন ছবিটির প্যান-ইন্ডিয়া আকর্ষণকে আরও জোরদার করতে। ‘সাম্রাজ্য’ নামটি হিন্দিভাষী অঞ্চলে রাজত্ব, ক্ষমতা আর প্রতাপের ইঙ্গিত দেয়—যা ছবির গল্পের মূল সুরের সঙ্গে মিলে যায় নিখুঁতভাবে।
ছবিটি যে শুধু নামেই মহাকাব্যিক তা নয়, এর নির্মাণেও থাকছে রাজকীয় আয়োজন। একদিকে যেমন থাকবে টান টান উত্তেজনায় ভরপুর অ্যাকশন, তেমনি থাকবে আবেগঘন নাটকীয়তা। বিজয় নিজেই তাঁর কেরিয়ারের অন্যতম বড় বাজির ওপর ভর করে নামছেন এই যুদ্ধে, যেখানে লক্ষ্য একটাই—সমগ্র ভারত জয়।
‘সাম্রাজ্য’ নিয়ে দর্শকদের মধ্যে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। ছবির পোস্টার, টিজার, ও নির্মাতাদের বিবৃতি মিলিয়ে বোঝা যাচ্ছে, এটি হতে চলেছে এমন একটি ছবি যার প্রতিটি মুহূর্তে থাকবে বিশালতার ছাপ।
নির্মাতারা জানাচ্ছেন, দক্ষিণের রঙ ও ঢঙ বজায় রেখেই হিন্দি সংস্করণে আনা হয়েছে বাচনভঙ্গি ও ভাষাগত আবহে প্রয়োজনীয় পরিবর্তন। মূল উদ্দেশ্য, দর্শকেরা যেন গল্পের সঙ্গে একাত্ম হতে পারেন, ভাষার ব্যবধান যেন কোনওভাবেই বাঁধা না হয়ে দাঁড়ায়।
এই ছবির মাধ্যমে বিজয় দেবরাকোন্ডা কেবল আরেকটি হিট নয়, বরং জাতীয় স্তরে একটি ‘ব্র্যান্ড ইমেজ’ গড়ে তোলার চেষ্টা করছেন। আর তাতে ‘সাম্রাজ্য’ নামটি যেন হয়ে উঠেছে তাঁর সেই স্বপ্নপূরণের সিংহদ্বার।
এসএন