অভিনব ফ্যাশন ও চমকপ্রদ লুকে যিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন, সেই উর্ফী জাভেদ এবার নিজের শারীরিক অবস্থায় হতবাক করে দিলেন অনুরাগীদের। ঠোঁট ফুলে ঢোল, মুখের তুলনায় অস্বাভাবিক বড় ঠোঁট দেখে শিউরে উঠেছেন নেটজনতা। নিজেই সেই ভয়ানক ছবি ও ভিডিও শেয়ার করে জানালেন—এই অবস্থা তাঁর ফিলার্স সরিয়ে ফেলার পরিণাম।
উর্ফীর ঠোঁটের এই পরিবর্তন আচমকা নয়। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি অকপটে বলেছিলেন, দীর্ঘদিন ধরেই ঠোঁটে ফিলার্স ব্যবহার করছেন, এমনকি বোটক্সের কথাও লুকাননি। সেই সময় অনুরাগীরা তাঁর এই স্বচ্ছতা ও সততার প্রশংসা করেছিলেন। তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম।
শনিবার উর্ফী জানিয়েছেন, তিনি নিজের প্রকৃত ঠোঁটের গড়ন ফিরে পেতে চান। সে কারণেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিলার্স সরানোর সিদ্ধান্ত নেন। কিন্তু সেই প্রক্রিয়ায়ই ঘটেছে অঘটন। ইনজেকশনের মাধ্যমে ঠোঁট থেকে ফিলার্স অপসারণ করতে গিয়ে মুখের আকৃতি বিকৃত হয়ে যায়। ফোলা ঠোঁটে যন্ত্রণা আর অসহ্য অস্বস্তি নিয়েই ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক ইনজেকশন দিচ্ছেন তাঁর ঠোঁটে। ক্যাপশনে উর্ফী লিখেছেন, “এটা কোনও নতুন ফিলার্স নয়। আমি পুরনোটা সরিয়ে ফেলছি। কারণ সব নষ্ট হয়ে গিয়েছিল। ভবিষ্যতে আবার ফিলার্স নেব, তবে এবার আর ইনজেকশন নয়। ফিলার্স সরানোর এই প্রক্রিয়া খুবই যন্ত্রণাদায়ক। কেউ এই পথে হাঁটার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।”
আরও একটি পোস্টে উর্ফী লেখেন, “বিশ্বাস করতে পারছি না, আমি ফিলার্স সরিয়ে ফেলছি। মাত্র ১৮ বছর বয়স থেকে ফিলার্স নিচ্ছি। কত বছর ধরে নিজেকে ফিলার্স ছাড়া দেখিনি! হয়তো এক সপ্তাহের মধ্যেই আবার লিপ ফিলার্স করিয়ে নেব, তবে এবার আরও সতর্কভাবে।”
নেটদুনিয়ার চোখ ধাঁধানো ফ্যাশনের আড়ালে লুকিয়ে থাকে অনেক কষ্ট, পরীক্ষা-নিরীক্ষা আর ভয়ের গল্প। উর্ফীর এই ভিডিও যেন সেই লুকানো দিকটাকেই সামনে নিয়ে এল। আর তা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।
এসএন