প্রভাসের বহু প্রতীক্ষিত হরর-থ্রিলার ‘দ্য রাজা সাব’ অবশেষে মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। একাধিকবার তারিখ বদলের পর এই তারিখেই সবকিছু চূড়ান্ত বলেই জানানো হয়েছিল নির্মাতাদের তরফে। তবে এবার নতুন করে আলোচনায় এসেছে এক সম্ভাব্য সংঘর্ষ। কারণ, একই দিনে মুক্তির পরিকল্পনায় রয়েছে রণবীর সিং-এর বহুল আলোচিত অ্যাকশন ফিল্ম ‘ধুরন্ধর’।
বলিউড মিডিয়ায় ইতিমধ্যেই জোর গুঞ্জন—এই দুই হেভিওয়েট তারকার ছবির মুখোমুখি হলে বক্স অফিসে বিশাল ক্ষতির মুখে পড়তে পারে দু’পক্ষই। সূত্রের দাবি, রণবীর নিজেই প্রভাসকে ফোন করে অনুরোধ জানিয়েছেন যেন ‘দ্য রাজা সাব’-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, প্রভাসের প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তার সামনে দাঁড়িয়ে ‘ধুরন্ধর’-এর ওপেনিং কালেকশন মার খেতে পারে।
যদিও প্রভাসের টিম এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি, তবে চলচ্চিত্র মহলে জল্পনা—পরিস্থিতির গুরুত্ব বুঝে হয়তো তারা নতুন করে ভাবতে বাধ্য হবে।
অন্যদিকে, ‘দ্য রাজা সাব’ নির্মাতারা ছবিটির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চাইছেন নির্ধারিত দিনেই। এমন অবস্থায় দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকলে বছর শেষের সবচেয়ে বড় বক্স অফিস যুদ্ধ দেখা যেতে পারে ৫ ডিসেম্বর।
এখানেই শেষ নয়, সমস্যার জায়গা আরও গভীরে। কারণ বছরের শুরুতে সংক্রান্তির মৌসুমে বড় বাজেটের একাধিক ছবি আগে থেকেই জায়গা দখল করে আছে। ফলে মুক্তির নতুন তারিখ বেছে নেওয়ার সুযোগও তেমন সহজ নয়।
এখন নজর পুরোটা প্রভাসের দিকে। তিনি কি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন? নাকি রণবীরের অনুরোধে মাথা নত করে নতুন কৌশল নেবেন? দু'জনের এই টানাপোড়েনে এখন কৌতূহলের কেন্দ্রে গোটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি।
এসএন