দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৪ জন

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ চুংচেওং প্রদেশে টানা কয়েকদিনের বর্ষণে প্রবল বন্যা দেখা দিয়েছে। কোথাও ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান চলছে। চুংচেওন অঞ্চলে ভূমিধসের কারণে একটা পুরো গ্রাম মাটি ও ধ্বংসাবশেষের নিচে ঢেকে গেছে। বেশিরভাগ ধ্বংসযজ্ঞ ঘটেছে দেশটির দক্ষিণর সানচেংয়ে।

এই অঞ্চলে ছয়জনের মৃত্যু এবং আরও সাতজন নিখোঁজ হয়েছে।

বন্যার পানির তোড়ে হাজার হাজার রাস্তাঘাট ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডুবে গেছে, কৃষিজমির ক্ষতি হয়েছে এবং ব্যাপকভাবে গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী সিউলের কাছে একটি পার্বত্য এলাকা এবং পশ্চিম ও উত্তরাঞ্চলের অন্যান্য জায়গায়ও প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতের পর থেকে পুরো অঞ্চলজুড়ে প্রায় ১০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে এবং ৪১ হাজারেরও বেশি পরিবার সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পয়েছে।

রোববার প্রেসিডেন্ট লি জে-মিয়ং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন এবং তার সরকার বহু-সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইউন হো-জং স্থানীয় কর্তৃপক্ষকে সরকারের ‘সকল সম্পদ’ কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানায়, চুংচেওং প্রদেশের সিওসান শহরে বাড়িঘর, ধানক্ষেত ও খামার প্লাবিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা বন্যার মধ্যে ১৩টি ভিন্ন শহর থেকে ৫ হাজার ১৯২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বৃষ্টি ও বন্যায় ৪৯৬টি সরকারি এবং ২৭৬টি ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে।

এদিকে পাকিস্তানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যা প্রাণ কেড়ে নিয়েছে বহু মানুষের। মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন। গত ২৬ জুন থেকে এখন পর্যন্ত মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও পাকিস্তানের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ভারত ও রাশিয়াতেও বন্যা দেখা দিয়েছে। ভারতের রাজস্থান রাজ্যের আজমেরে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে সরকারি হাসপাতালসহ শহরের বিভিন্ন এলাকা। জলাবদ্ধতার কারণে হাসপাতাল চত্বরে হাঁটুসমান পানিতে চলাফেরা করতে দেখা গেছে রোগী ও স্বাস্থ্যকর্মীদের।

রাশিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অন্তত আটটি গ্রাম। জরুরি ব্যবস্থাপনায় ১০০ জনের বেশি বাসিন্দা, তাদের পোষা প্রাণী এবং গবাদিপশু উদ্ধার করা হয়েছে। বন্যায় ডুবে গেছে ৯৩টি বাড়ি। বরফে ঢাকা এই অঞ্চল সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের সরাসরি শিকার বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
রাজবাড়ীতে হেলিকপ্টারে চড়ে ইমামের রাজসিক বিয়ে Jul 20, 2025
img
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য Jul 20, 2025
img
জিম্বাবুয়ের হ্যাটট্রিক হার, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড Jul 20, 2025
img
পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের অভিনন্দন জানাল আসিফ মাহমুদ Jul 20, 2025
img
‘ডিজিটাল সুবিধা নাগরিক সেবা কেন্দ্রের আওতায় আনা হচ্ছে’ Jul 20, 2025
img
টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পলিসির খসড়া পর্যালোচনায় কমিটি গঠন Jul 20, 2025
img
ফ্রান্সের তরুণ স্ট্রাইকারকে ৯০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়াচ্ছে লিভারপুল! Jul 20, 2025
img
লিবিয়া থেকে দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন ২ হাজার বাংলাদেশি Jul 20, 2025
img
রাবণের চোখে রামায়ণ, স্বপ্নের ছবির কথা জানালেন মানচু বিষ্ণু Jul 20, 2025
img
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে বিভেদ তৈরি করতে চাই না : সালাহউদ্দিন Jul 20, 2025
img
ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ Jul 20, 2025
img
রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা : গোলাম মাওলা রনি Jul 20, 2025
img
সাধারণ মানুষদের গণহারে গ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন Jul 20, 2025
img
নির্বাচনে এনসিপির কেউ জিততে পারবেন না : ইশরাক Jul 20, 2025
img
'কুলি' সিনেমায় সাহসী চরিত্রে থাকছে শ্রুতি হাসান Jul 20, 2025
img
আ.লীগের হরতাল ভারতে নাকি অনলাইনে, প্রশ্ন জাগপার Jul 20, 2025
img
খামেনির শীর্ষ উপদেষ্টার সঙ্গে ক্রেমলিনে হঠাৎ বৈঠক করেছেন পুতিন Jul 20, 2025
img
টঙ্গীতে আওয়ামী লীগের ২ নেতাসহ গ্রেফতার ৭ Jul 20, 2025
img
এখনই ছোট পর্দায় ফিরছেন না দীপিকা Jul 20, 2025
img
এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত সোনাক্ষীর, করেন কড়া ভাষায় তিরস্কারও Jul 20, 2025