দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মোতাহার হোসেন বলেছেন, ‘রাষ্ট্র থেকে দুর্নীতি নির্মূল না করা গেলে জনগণের প্রত্যাশিত উন্নয়ন কখনোই সম্ভব হবে না। এজন্য নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র সততার চর্চা গড়ে তুলতে হবে।’
রবিবার (২০ জুলাই) সকালে রংপুর সালেমা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সততা স্টোর কোনো সাধারণ দোকান নয়; এটি একটি নৈতিকতার প্ল্যাটফর্ম। এটি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক জীবনে সততা ও আত্মনিয়ন্ত্রণ চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততার অভ্যাস গড়ে তুলবে, ভবিষ্যতে নিজেরা দুর্নীতিমুক্ত থাকবে এবং দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবে।’
বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোর থেকে শিক্ষার্থীরা কলম, খাতা, পেন্সিল, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ কিনতে পারবেন। এই স্টোরে কোনো বিক্রেতা বা নজরদারি থাকবে না। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নির্ধারিত দামে অর্থ নির্ধারিত বাক্সে রেখে দেবেন।
অনুষ্ঠানে দুদক রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমকে/এসএন