বলিউড অভিনেতা সোনু সুদ আবারও প্রমাণ করলেন কেন তিনি লাখো মানুষের কাছে ‘আসল হিরো’। এবার এক বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনামে এসেছেন। নিজের হাতে সাপ ধরে কেবল সেটিকে বাঁচাননি বরং সবাইকে দিয়েছেন এক গুরুত্বপূর্ণ বার্তা।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তার মানবিকতা ও সাহসিকতা দেখে মুগ্ধ সবাই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোনু সতর্কতার সাথে একটি সাপকে বালিশের কভারের ভেতরে ঢোকাচ্ছেন।
এরপর তিনি কয়েকজনকে নির্দেশ দেন সাপটিকে কাছের একটি জঙ্গলে ছেড়ে দিতে। অভিনেতার এমন কাজ দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সোনু সুদ তার পোস্টে জানিয়েছেন, সাপটি তাদের বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গিয়েছিল। যদিও এটি খুব বেশি বিষাক্ত ছিল না, তবুও তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ের ভেতর এই সাপটি ঢুকেছিল। যদিও খুব একটা বিষাক্ত নয়। তবে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। অনেক সময়ই আমাদের বাড়ির ভিতর সাপ দেখা যায়।’
‘এরকম দেখলে অবশ্যই পেশাদারদের ডাকুন। আমি জানি কীভাবে সাপ ধরতে হয়, তাই আমি ধরতে পেরেছি তবে সাবধান থাকুন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় পেশাদারদের ডাকুন, নিজেরা কিছু চেষ্টা করবেন না।’
অভিনেতার এই সাহসিকতা দেখে ভক্তরা তাকে ‘সত্যিকারের নায়ক’ বলছেন। একজন অনুরাগী লিখেছেন, ‘যেখানে মানুষ সাপ দেখে পালিয়ে যায়, সেখানে সোনু নিজের হাতে সাপ ধরে সকলকে সতর্ক করেছেন। কোনো আতঙ্ক বা ভয় নেই তার মধ্যে। ঠিক একজন সত্যিকারের নায়কের মতো।’
এসএন