কেরালার ব্যাকওয়াটারের শান্ত জলে হঠাৎই ভেসে উঠল এক টলিউড চমক! জনপ্রিয় দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী ও অভিনেত্রী নয়নতারার এক বোট বিয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
আসলে এটি তাদের নতুন ছবি ‘মেঘা১৫৭’-এর একটি শ্যুটিং দৃশ্য। কেরালার আলাপ্পুঝায় চলছে ছবির শুটিং। দর্শনার্থীদের ভিড়ের মাঝে শুট হয়েছে এই বিশেষ মুহূর্তটি, যা ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেপ্রেমীদের।
সাজানো হাউসবোটের ওপর চিরঞ্জীবী ও নয়নতারাকে বিয়ের সাজে দেখা যায়, চারপাশে সাজসাজ রব, পেছনে কেরালার ঘন সবুজ ও শান্ত ব্যাকওয়াটার। এই বিয়ের দৃশ্যটি সিনেমার এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বলেই জানা যাচ্ছে।
পরিচালক অনিল রাভিপুড়ির এই কমেডি ছবি ‘মেঘা১৫৭’ তৃতীয়বার একসঙ্গে আনছে চিরঞ্জীবী ও নয়নতারাকে। এর আগে ‘সাই রা নারসিমা রেড্ডি’ এবং ‘গডফাদার’-এ একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা।
ছবিটি প্রযোজনা করছেন সাহু গারাপতি (Shine Screens) ও সুষ্মিতা কোনিডেলা (Gold Box Entertainments), প্রেজেন্ট করছেন অর্জনা। শুরুতে শুটিং হয়েছে উত্তরাখণ্ডের মুসৌরিতে, আর এবার আলাপ্পুঝার এই হাউসবোট দৃশ্য যেন নতুন মাত্রা যোগ করেছে ছবিতে।
এদিকে চিরঞ্জীবী ব্যস্ত ‘বিশ্বম্ভর’ ও শ্রীকান্ত ওডেলার পরবর্তী ছবির কাজে। অন্যদিকে নয়নতারাও ‘টেস্ট’-এর সাফল্যের পর একাধিক হাই-প্রোফাইল প্রজেক্টে কাজ করছেন।
ভক্তরা বলছেন, “চিরঞ্জীবী-নয়নতারাকে আবার একসঙ্গে পর্দায় দেখা মানেই ম্যাজিক।” এখন শুধু অপেক্ষা, কবে মুক্তি পাবে এই ‘মেঘা’ চমক।
এসএন