বক্স অফিস কাঁপানো ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল নিয়ে জোরদার চমক! অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ মুক্তি পেতে চলেছে ১৪ আগস্ট, ২০২৫—স্বাধীনতা দিবসের প্রাক্কালে। আর এবারে হৃত্বিক রোশনের বিপরীতে বলিউডে অভিষেক করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র।
প্রযোজক নাগা বামসি সম্প্রতি জানিয়েছেন, এনটিআর জুনিয়র ছবির প্রায় পুরোটা সময় জুড়ে পর্দায় থাকবেন—মাত্র ৩৫ মিনিট বাদে। এমনকি তাঁর ইন্ট্রো দৃশ্যেই "পর্দায় আগুন লেগে যাবে", এমনটাই দাবি তাঁর। হৃত্বিক ও এনটিআর-এর মুখোমুখি অ্যাকশন দৃশ্য নাকি “নেক্সট লেভেল” হতে চলেছে!
ছবিতে প্রধান নারী চরিত্রে রয়েছেন কিয়ারা আদবানি। YRF-এর বড় বাজেটের এই সিনেমা হতে চলেছে একটি সর্বভারতীয় ব্লকবাস্টার টেন্টপোল—যেখানে অ্যাকশন, স্টাইল, স্টার পাওয়ার সবকিছুই থাকবে চূড়ান্ত মাত্রায়।
দক্ষিণী সুপারস্টার এনটিআর-এর ভক্তরা এখন দিন গুনছেন—এই প্রথম বলিউডের মূলধারায়, এত বড় মাপের অ্যাকশন ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে হৃত্বিক রোশনও আবার ফিরছেন ক্যাবরাল চরিত্রে, আগের চেয়ে আরও ধূর্ত, আরও বিধ্বংসী রূপে।
এতদিন ধরে গুঞ্জন চললেও এবার নিশ্চিত—‘ওয়ার ২’ হতে চলেছে ভারতের সবচেয়ে প্রত্যাশিত অ্যাকশন ফিল্মগুলোর একটি।
এসএন