২৫০ কোটির বেশি আয় করে বছরের সেরা তামিল ব্লকবাস্টার ‘Good Bad Ugly’। সেই জুটিই আবার ফিরছে নতুন প্রজেক্ট নিয়ে। পরিচালক আদিক রবিচন্দ্রন এবারও হাত মিলিয়েছেন সুপারস্টার অজিত কুমারের সঙ্গে, যার কাজের নাম এখন ‘AK 64’।
সামাজিক মাধ্যমে এই ঘোষণার পর থেকেই উত্তাল দক্ষিণী ফ্যানবেস। ছবির গল্প বা ঘরানা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক আদিক, তবে আশ্বস্ত করেছেন—“AK 64 হবে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা।”
গান-প্রীতি যাঁদের, তাঁদের জন্যও সুখবর। সম্ভাবনা জোরালো যে, এই ছবিতেও ফিরছেন জি. ভি. প্রকাশ কুমার। তাঁর মিউজিক ও অজিতের পর্দা-প্রভাব মানেই নতুন ম্যাজিকের অপেক্ষা।
এই মুহূর্তে রেসিং বিরতিতে রয়েছেন অজিত। তবে এই ছবির ঘোষণার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে, ফের ঝড় তুলতে প্রস্তুত থালাইভা।
ভক্তদের মধ্যে এখন থেকেই প্রশ্ন—কে থাকবেন বিপরীতে? অ্যাকশন না থ্রিলার? রিলিজ কবে? যদিও কিছুই অফিসিয়ালি জানানো হয়নি, তবে ছবির হাইপ এখন থেকেই তুঙ্গে।
এই কমব্যাক যে দক্ষিণ ভারত নয়, গোটা ভারতের সিনে পাড়ায় আলোড়ন তুলবে—তা বলাই বাহুল্য।
এসএন