বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও টুনডার উইক ক্যাম্পের যৌথ উদ্যোগে এবার মঞ্চে আসছে নতুন নাট্য প্রযোজনা ‘আগুনি’। কল্পনার ছোঁয়ায় রঙিন ও বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ এই নাটকটি ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটশালা মূল মঞ্চে প্রদর্শিত হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় দেবেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পোস্টারের ভাষ্য অনুযায়ী, ‘আগুনি’ নাটকটি মনসুন রেভল্যুশনের স্পিরিট বা মনসুন বিপ্লবের চেতনাকে হৃদয়ে ধারণ করে তৈরি হয়েছে।
পোস্টারে প্রদর্শিত নারীকেন্দ্রিক অ্যানিমে-স্টাইল চরিত্র ও আগুনের প্রতীক ব্যবহারে নাটকের প্রতীকী শক্তি, বিদ্রোহ ও আত্মশক্তির প্রতিফলন স্পষ্ট।
জুলাই মাসে টুনডার উইক ক্যাম্পে অংশগ্রহণকারীদের মাধ্যমে এই প্রযোজনাটি বাস্তবায়িত হচ্ছে। নাটকটি সকল দর্শকের জন্য উন্মুক্ত। অর্থাৎ টিকিট ছাড়াই যে কেউ উপভোগ করতে পারবেন নাটকটি।
নওশাবা বলেন, ‘অবশেষে মঞ্চে আসছে ‘আগুনি’। আমরা যারা এখন আছি, আমাদের দায়িত্ব হলো সমাজের ক্ষত সারানো। সমাজ বা পরিবেশের ব্যথা প্রশমিত করা। একটি সুস্থ, নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা।
এটাই আমরা পরবর্তী প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে যেতে চাই। এই নাটকে সেই বার্তা থাকবে।’
তিনি জানান, নাটকটি মূলত একটি মিউজিক্যাল পাপেট মঞ্চ প্রদর্শনী। এর শিল্পীরা জুলাই যোদ্ধা, যারা গেল বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন।
‘আগুনি’ শিরোনাম থেকেই ধারণা করা যায়, এটি হয়তো একটি প্রতীকী ও প্রতিবাদী থিমে নির্মিত নাটক।
সেখানে নারীর শক্তি, পরিবেশ, সমাজ ও সংস্কৃতির নানা মাত্রা উঠে আসবে। এছাড়া পোস্টারে দেখা যাচ্ছে এক অগ্নিময় হাতে দাঁড়িয়ে থাকা সাহসী নারী চরিত্র, যার পেছনে জাতীয় পতাকার রঙের মাঝে একটি পাখি উড়ে যাচ্ছে। এটি হয়তো স্বাধীনতার প্রতীক, আবার নির্মাতার দৃষ্টিতে আত্মমুক্তিরও প্রতিফলন হতে পারে।
এমআর/টিএ