ছুটি কাটাতে গিয়ে বিপাকে পড়লেন অক্ষয় কুমার। লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছিলেন চুপচাপ, কিন্তু হঠাৎই মোড় নিল ঘটনা। এক ভক্ত গোপনে মোবাইলে ভিডিও করছিলেন তাকে। বিষয়টি নজরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ‘খিলাড়ি’। মোবাইল কেড়ে নিতে যান, দেন কড়া ধমকও। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল—ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ধূসর ট্যাঙ্ক টপ, শর্টস আর বিনি টুপি পরে একেবারে ছুটি মুডে ছিলেন অক্ষয়। গালজোড়া কাঁচাপাকা দাড়ি আর হালকা হাঁটাচলা—সব মিলিয়ে যেন সাধারণ এক পর্যটক। এমন সময়েই এক ভক্ত ছায়ার মতো তার পিছু নেন এবং শুরু করেন ভিডিওগ্রাফি। অনুমতি ছাড়াই এমন আচরণে ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেতা। মোবাইল বন্ধ করতে বলেন স্পষ্ট ভাষায়, এমনকি হাত থেকে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
তবে এই উত্তেজনা বেশি ক্ষণ স্থায়ী হয়নি। পরে সেই একই ভক্তের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তোলেন অক্ষয়। কিন্তু ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা মতের ঝড়। কেউ বলছেন, তারকাদেরও তো ব্যক্তি জীবন থাকে। কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, শিষ্টাচার আজকাল সমাজ থেকে হারিয়ে যাচ্ছে।
অক্ষয়ের রাগ দেখানোর ঘটনা নতুন নয়। সম্প্রতি ‘হাউজফুল ৫’-এর এক সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক তার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে সেখানেও ক্ষোভ ঝাড়েন তিনি। হালকা মজার ছলেই বলেছিলেন, “আমি কত টাকা নিয়েছি, সেটা কেন বলব তোমাকে? তুমি কি আমার ভাগ্নে?”
তবে কাজের মাঠে দম ফেলার ফুরসত নেই অক্ষয়ের। একের পর এক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সামনে মুক্তি পেতে যাচ্ছে হরর-কমেডি ‘ভূত বাংলা’। সেই সঙ্গে ‘হেরা ফেরি ৩’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জোলি এলএলবি ৩’, ‘হেওয়ান’ এবং মারাঠি মহাকাব্যিক ছবি ‘বেদাত মারাঠি বীর দৌড়লে সাট’ও রয়েছে তালিকায়। একদিকে যখন স্ক্রিপ্ট পড়া, অন্যদিকে শ্যুটিং—তারকাজীবন যেন সত্যিকারের খেলা হয়ে উঠেছে ‘খিলাড়ি’র।
প্রসঙ্গত, ‘হাউজফুল ৫’ মুক্তি পেয়েছে গত জুনে। বিশাল তারকাবহুল এই ছবিটি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া মিশ্র হলেও অক্ষয়ের কৌতুকচালিত পর্দা-উপস্থিতি প্রশংসিত হয়েছে নানা মহলে।
এসএন