মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছে নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার। গত শুক্রবার মুক্তি পাওয়া এ ছবি রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া।
অভিষেক ছবিতেই বাজিমাত করেছেন ছবিটির নায়িকা অনীত পাড্ডা।
বি টাউনে অনীত অনেকটা অচেনা একটা নাম। একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সুযোগ। বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে অভিনেত্রীর ছবি।
২০০২ সালের অক্টোবরে অমৃতসরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অনীত পাড্ডা।
টিনএজ বয়সে বিজ্ঞাপনের মধ্য দিয়ে মডেলিং শুরু করেন। ধীরে ধীরে ফটোশুট ও আরো কিছু অফার আসতে থাকে। মডেলিংয়ের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয় ও মেরি কলেজ থেকে স্নাতক পড়াশোনা চালিয়ে যান।
২০২২ সালে কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’ ছবিতে এক্সস্ট্রা আর্টিস্ট হিসেবে কাজের সুযোগ পান অনীত।
এরপর ২০২৩ সালে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে দেখা যায় তাঁকে, যেখানে তিনি পূজা ভাট, রাইমা সেন ও জোয়া হুসেনের সঙ্গে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তার আগ্রহ। গেল বছর মুক্তি পায় তার গাওয়া প্রথম গান ‘মাসুম’। ওই বছরই একটি টিভি সিরিজেও তাকে দেখা যায় পার্শ্বচরিত্রে।
‘সাইয়ারা’ ছবির জন্য এর পরিচালক নতুন মুখ খুঁজছিলেন।
বহু অডিশনের ভিড়ে অনীতের পারফরম্যান্স এতটাই চোখে পড়ে যে মোহিত ও যশ রাজ ফিল্মসের শীর্ষ কর্তারা তাকে প্রধান চরিত্রে সুযোগ দেন। এ ছবি দিয়েই এক্সট্রা আর্টিস্ট থেকে প্রধান নায়িকা হিসেবে বলিউডে অভিষেক ঘটে অনীতের।
এসএন