ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট মানেই উপচেপড়া ভিড় সবসময়। তবে এবার ঘটল অন্যরকম একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের বোস্টনে চলছিল কনসার্ট। সেই কনসার্ট উপভোগ করতে এসেছিলেন মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন ও তার এক নারী সহকর্মী ক্রিস্টিন ক্যাব। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়তেই বিপত্তি বাধে।
তাদের সেই দৃশ্য ভেসে ওঠার পর বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে দূরে সরে যান। প্রকাশ্যে সহকর্মীকে আলিঙ্গন ও এই ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়তেই শুরু হয় বিতর্ক।
মার্কিন প্রযুক্তি কোম্পানি সেই কোম্পানি অভিযুক্ত সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠায়। আর সে ঘটনার পরদিন স্বেচ্ছায় পদত্যাগ করেন বাইরন।
অ্যান্ডি বাইরনের পদত্যাগের খবরটি এক লিংকডন পোস্টে জানিয়েছে সেই কোম্পানিটি। সেখানে বলা হয়েছে, সংস্থার শুরু থেকেই আমরা মূল্যবোধ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে চলেছি। আমাদের কর্মীদের শুধু কাজ নয়, আচরণ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করতে হয়। তবে সম্প্রতি সেই মান বজায় রাখা হয়নি।
অ্যান্ডি বাইরনের সঙ্গে আসা সেই নারী ছিলেন একই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের। বাইরন নিজেই তাকে নিয়োগ করেছিলেন কোম্পানিতে। সে ঘটনার সময় ক্যামেরা যখন তাদের দিকে ঘোরে, তারা দু’জনেই আচমকা নিজ নিজ জায়গা ছেড়ে সরে পড়েন। বাইরন মাথা নিচু করে ফেলেন, ক্যাবট মুখ আড়াল করতে থাকেন।
আর তা দেখে মজাও নেন কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন। মজা করে বলেন, ‘এরা হয় লজ্জ্বা পেয়েছে, নয়তো...!’
এরপর এক ভিডিও বার্তায় বাইরন বলেন, ‘আশা করি আমরা কিছু ভুল করিনি’।
তবে ঘটনা এখানেই শেষ নয়। এ নিয়ে বাইরন ও ক্যাবট— উভয়েই পরকীয়ার বিতর্কে জড়ান। কারণ, তারা দুজনের রয়েছে আলাদা সংসার, আলাদা জীবনসঙ্গী। পরে বিতর্কের তীব্রতা এমন জায়গায় পৌঁছায় যে বাইরনের স্ত্রী মেগান কেরিগান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘বাইরন’ পদবি বাদ দেন; পরে অ্যাকাউন্টই ডিএ্যাক্টিভেট করে দেন।
এসএন