রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা : গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন দুইটি প্রধান ভাগে বিভক্ত— একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দল। তার ভাষায়, অনেক ছোট ছোট দল যারা একসময় বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামায়াতের সঙ্গে ছিল, তারা এখন বড় অংশে জামায়াতের দিকে ঝুঁকছে। ফলে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে।

তিনি বলেন, “মাঠে এখন বিএনপির সঙ্গে হাতে গোনা দুই-চারটি দল আছে, তবে এভাবে চলতে থাকলে তারা টিকতে পারবে না এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে মিলিত হবে। এই বাস্তবতা বিএনপি বুঝে গেছে এবং তাই বিএনপি-জামায়াতের সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র।”

রনি আরও বলেন, “১৯৯১ সাল থেকে গত প্রায় ৩৫-৩৬ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি মনে করেছে, পুরো বাংলাদেশ তাদের জন্যই। অন্য রাজনৈতিক দলগুলো কেবল তাদের সহায়ক শক্তি, যারা তাদের কথায় হাসবে, কাঁদবে। কিন্তু ২০২৫ সালে এসে সেই মনোভাবের ওপর প্রথমবারের মতো আঘাত এসেছে। এখন ছোট দলগুলো আর আগের মতো মাথা নত করছে না।”

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “যেমন আফগানিস্তানে তালেবান ছাত্ররা, যাদের একসময় খাটো করে দেখা হতো, তারা আমেরিকান ও রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেছে। আমাদের দেশের মাদ্রাসা ছাত্রদের নিয়েও তাচ্ছিল্য করা হয়, কিন্তু সময় বদলে গেছে। ছাত্রদের নেতৃত্বকে খাটো করে দেখলে চলবে না।”

রনি আরও বলেন, “আমাদের অনেক রাজনৈতিক সিনিয়র নেতারা এখনও এই নতুন বাস্তবতাকে উপলব্ধি করতে পারছেন না। ফলে আন্তর্জাতিক সম্পর্ক, বিশেষ করে ভারত-বাংলাদেশ, চীন-বাংলাদেশ কিংবা আমেরিকা-পাকিস্তান ইত্যাদি সম্পর্কের সঙ্গে দেশের রাজনীতি যে গভীরভাবে জড়িত, সেটি তারা উপেক্ষা করছেন। এই ভুল দৃষ্টিভঙ্গি চলতে থাকলে ভবিষ্যতের নির্বাচন নয়, বরং সংঘর্ষই অনিবার্য হয়ে উঠবে।”

তিনি বলেন, “রাজনীতিতে এখন এমন ভাষার ব্যবহার দেখা যাচ্ছে, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। তারেক রহমানকে নিয়ে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেভাবে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে, তা নজিরবিহীন। একইভাবে বিএনপির পক্ষ থেকেও পাল্টা স্লোগান আসছে, যা অতীতে হয়নি।”

রনি মন্তব্য করেন, “একজন মানুষ কাউকে আঘাত করার আগে যেমন মুখে আগ্রাসী হয়, এখন রাজনীতিতেও তাই হচ্ছে। মুখের ভাষায় একে অন্যকে আক্রমণ করে আসলে সবাই নিজেদের ‘প্রস্তুত’ করছে— শারীরিকভাবে সংঘর্ষে নামার জন্য। এই সতর্ক সংকেতগুলো আমাদের বুঝতে হবে।”

তিনি স্পষ্টভাবে বলেন, “রাজপথে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক সমীকরণ ঠিকভাবে না মিললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

এমআর/টিএ   

Share this news on:

সর্বশেষ

দূরপাল্লার বাসে সেনা তল্লাশি, নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর ব্যবস্থ Jul 21, 2025
কক্সবাজারে নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ! Jul 21, 2025
img
জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল Jul 21, 2025
img
ফেনীতে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা, নিজেদের সম্পৃক্ততা নেই দাবি বিএনপির Jul 21, 2025
img
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন Jul 21, 2025
img
রাজধানীর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ Jul 21, 2025
img
‘হুমায়ূন ভাইয়ের দীর্ঘদিন বেঁচে থাকাটা ভীষণ দরকার ছিল’, স্মরণে আফসানা মিমি Jul 21, 2025
img
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ভাঙচুর Jul 21, 2025
img
সালমানের সাবেক প্রেমিকার বাড়িতে চুরি ও ভাঙচুর Jul 21, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী মন্নুজানসহ ২ জনের বিরুদ্ধে শীঘ্রই দুর্নীতির চার্জশিট দাখিল Jul 21, 2025
img
এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ Jul 21, 2025
img
যারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারাই নির্বাচনবিরোধী : টুকু Jul 21, 2025
img
স্টেডিয়ামে বাংলাদেশের জার্সি পরে ম্যাচ উপভোগ করেছেন ব্রিটিশ হাইকমিশনার Jul 21, 2025
img
চট্টগ্রামে পদযাত্রার সমাবেশ শেষে এনসিপির দু'পক্ষের হাতাহাতি Jul 21, 2025
img
এএফসির নিয়ম ভেঙে শাস্তি পেলো বাফুফে Jul 21, 2025
img
অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন নেতানিয়াহু Jul 21, 2025
img
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমনের মন্তব্য Jul 21, 2025
img
বাংলাদেশে আপনি খুব একটা ভালো উইকেট পাবেন না : ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক Jul 21, 2025
img
যদি কখনও জেলে যাই, উঁচু কমোড কি পাব: প্রেস সচিব Jul 21, 2025
img
চিকিৎসার খোঁজ নেওয়ায় সেনাপ্রধানকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ জামায়াত আমিরের Jul 21, 2025