যে গল্প প্রাচীন, চিরচেনা — সেই রামায়ণই নতুন করে বলতে চান দক্ষিণী অভিনেতা মানচু বিষ্ণু। তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র ‘কন্নাপ্পা’ বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু তাতে থেমে নেই বিষ্ণু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বহুদিনের লালিত স্বপ্নের কথা জানালেন তিনি — রাবণের জীবনকেন্দ্রিক এক বিশাল কাহিনি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত।
বিষ্ণুর ইচ্ছা রামায়ণকে এবার বলতে হবে রাবণের চোখে। তাঁর মতে, রাবণ শুধুই এক খলনায়ক নন, বরং এক জটিল ও বৈচিত্র্যপূর্ণ চরিত্র। এই প্রকল্পের জন্য বহু আগেই চিত্রনাট্য ও সংলাপ তৈরি করে রেখেছেন তিনি। এমনকি পরিচালনার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল দক্ষিণী কিংবদন্তি রাঘবেন্দ্র রাওয়ের হাতে। আর রাবণের চরিত্রে ভাবা হয়েছিল বিষ্ণুর বাবা মোহন বাবুকে।
দুর্ভাগ্যবশত, বিশাল বাজেটের অভাবে সেই স্বপ্নের প্রকল্প তখন স্থগিত হয়ে যায়। তবে বিষ্ণুর স্বপ্ন শেষ হয়ে যায়নি। বরং তিনি আজও মনে করেন, এই সিনেমা একদিন পর্দায় আসবেই। তিনি আরও জানান, রামের চরিত্রে তিনি চেয়েছিলেন তামিল সুপারস্টার সূরিয়াকে। আর সীতার চরিত্রে ভাবা হয়েছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। লক্ষ্মণের ভূমিকায় কল্পনা করেছিলেন কল্যাণ রামকে এবং জটায়ুর চরিত্রে ছিলেন শত্যরাজ।
বিষ্ণু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কন্নাপ্পা’ বাণিজ্যিকভাবে সফল না হলেও তার হৃদয়ে রয়ে গেছে পৌরাণিক কাহিনির প্রতি গভীর প্রেম। বড় ক্যানভাসে, বোল্ড ভিশনে, অন্য এক দৃষ্টিকোণ থেকে পুরোনো কাহিনিকে নতুন করে বলার এই চেষ্টাকে তিনি থামাতে চান না। সিনেমাটি আদৌ বাস্তবে রূপ নেবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও বিষ্ণুর সাহসী ভাবনা ইতিমধ্যেই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে।
এসএন