সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদফতরের সাবেক পরিচালক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২০ জুলাই) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।
তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে গাফিলতি, অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী থাকাকালীন বেগম মন্নুজান সুফিয়ান পরস্পর যোগসাজশে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশপ্রাপ্ত তালিকার ৩ নম্বরে থাকা শামীমা সুলতানা বারীকে অযৌক্তিকভাবে বাদ দিয়ে ১৬ নম্বরে থাকা মো. মিজানুর রহমানকে পদোন্নতি দেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের তৎকালীন পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। পরে তাকেই মামলাটির তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশনে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। কমিশনের পক্ষ থেকে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।