আগামী জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রোববার (২০ জুলাই) রাজধানীতে হাতিরঝিল থানা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নীরব বলেন, বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, বরং জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মানতে কার কী আপত্তি?
তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।’
যুবদলের এই সাবেক সভাপতি বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিটফোর্ডে পূর্বপরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে-তাই বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের নেতারা। এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা। জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি পদদলনের ঘটনায় দুঃখপ্রকাশ করে সাইফুল আলম নীরব বলেন, বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে ‘আপনি কারও সঙ্গে দ্বিমত হয়েও তাকে সম্মান জানানোর রাজনীতি’। বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, তারা দেশকে নতুনভাবে গড়তে চায়।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা যারা বিএনপি করি, তারা অসম্মানের রাজনীতি করি না। ফলে আমাদের সব নেতাকর্মীকে ধৈর্য ধারণ করতে হবে। সহনশীল হতে হবে, অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।
বাংলামোটর বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে মগবাজার ওয়ারলেস হয়ে মধুবাগ গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুসা কলিমুল্লাহ ফরহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার (মন্টু), ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম প্রমুখ।