সাইপ্রাসকে ভেঙে আলাদা দুই রাষ্ট্র গঠনে জোরারোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অনানুষ্ঠানিকভাবে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত হয়ে আছে। যার একটি অংশ তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাস নামে পরিচিত। এখানে তার্কিস-সাইপ্রিয়টদের ক্ষমতা বেশি।
গ্রিসের সামরিক জান্তা সরকার সাইপ্রাসের রাজধানী নিকোসিয়াতে সেনা অভ্যুত্থান ঘটানোর পর ১৯৭৪ সালে সাইপ্রাসে সামরিক অভিযান চালায় তুরস্কের সেনারা। এরপর সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে তার্কিসরা। ১৯৮৩ সালে তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাস নামে নতুন রাষ্ট্র গঠন করে তারা। যেটিকে বিশ্বের একমাত্র দেশ হিসেবে তুরস্কই স্বীকৃতি দিয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে সাইপ্রাসে আলাদা দুই রাষ্ট্র গঠনের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। রোববার (২০ জুলাই) তার্কিস সেনাদের সামরিক অভিযানের ৫১ বছর উপলক্ষ্যে প্রেসিডেন্ট এরদোয়ান উত্তর সাইপ্রাসে যান। সেখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দুই রাষ্ট্রের ভিত্তিতে যে স্বপ্ন রয়েছে আমরা সেটিকে পূর্ণ সমর্থন করি। বাস্তবতার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি স্থাপনের এখনই সময়।”
তিনি তার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, তার্কিস-সাইপ্রিয়টদরা যুগ যুগ ধরে যে অবিচারের স্বীকার হয়েছেন তা শেষ হওয়া উচিত।
সাইপ্রাস ভেঙে আলাদা দুই রাষ্ট্র গঠনে জোরালো অবস্থান এরদোয়ানের